ঝড়টা আসলে কোথায় চলছে? অস্ট্রেলিয়া না ভারতে?

সঠিক উত্তর, দুই জায়গাতেই। অস্ট্রেলিয়ায় ডেভাল্ড ব্রেভিস মাঠে ঝড় তুলেছেন। দক্ষিণ আফ্রিকার এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি করেছেন, গতকাল শেষ টি-টোয়েন্টিতে করেছেন ২৬ বলে ৫৩।

ফিফটি করতে গিয়ে ছক্কা মেরেছেন ৬টি, এর মধ্যে টানা ৩টি ‘নো লুক’ শটে। ‘বেবি এবি’ নামে পরিচিত ব্রেভিস অস্ট্রেলিয়ার মাটিতে যতই ঝড় তুলছেন, ভারতে তাঁকে নিয়ে ততই আলোচনা বেড়ে চলেছে। ভারতে আসলে ব্রেভিসকে নিয়ে হচ্ছেটা কী?

ভারতে যে ঝড় শুরু হয়েছে, সেখানে পরোক্ষ একটা অবদান আছে আরেক প্রোটিয়ার—এবি ডি ভিলিয়ার্স। এই ভিলিয়ার্সের আরেক রূপ হিসেবেই ব্রেভিসকে ডাকা হয় ‘বেবি এবি’। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রেভিস ৫৬ বলে ১২৫ রানের ইনিংস খেলার পর ডি ভিলিয়ার্স এক্সে লিখেছিলেন, ‘ডেভাল্ড ব্রেভিসকে নিলামে দলে নেওয়ার জন্য আইপিএল দলগুলোর সামনে সোনালি সুযোগ ছিল। দলগুলো সেটা হাতছাড়া করেছে। চেন্নাই হয়তো ভীষণ ভাগ্যবান ছিল, অথবা এটাকে বলা যায় সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক।’

দারুণ ছন্দে আছেন ব্রেভিস।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ