ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দের ভিত্তিতে খবর, ভিডিও ও নানা ধরনের কনটেন্ট (আধেয়) সাজিয়ে দেখায় গুগল অ্যাপের ডিসকভার ফিড। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার ডিসকভার ফিডে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা গুগল ডিসকভার ফিডেই পরিচিতদের আপলোড করা ইনস্টাগ্রাম পোস্ট ও ইউটিউব শর্টস দেখতে পারবেন।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডিসকভার ফিডে দেখা যাবে ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব শর্টস, এক্সে প্রকাশিত লেখা এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক ও কনটেন্ট নির্মাতাদের পোস্ট। ধাপে ধাপে আরও কিছু প্ল্যাটফর্মও এতে যুক্ত করা হবে।

অনেক ব্যবহারকারী ডিসকভার ফিডে বৈচিত্র্যময় কনটেন্ট, বিশেষ করে ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখতে পছন্দ করেন। সেই চাহিদা থেকেই নতুন কনটেন্ট সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীরা চাইলে এবার থেকে নিজেদের ফিড আরও ব্যক্তিগতভাবে সাজাতে পারবেন। ইতিমধ্যেই যোগ করা হয়েছে ‘ফলো’ বাটন। এটি ফিডের ওপরের ডান দিকে পাওয়া যাবে। কোনো প্রকাশক বা নির্মাতার নাম প্রেস করলে আলাদা একটি পেজ চালু হবে। সেখানে তাদের সর্বশেষ লেখা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট একসঙ্গে দেখা যাবে। এরপর চাইলে সেখান থেকেই ফলো করার সুযোগ থাকবে। তবে এ সুবিধা ব্যবহার করতে হলে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী ইতিমধ্যেই গুগলের ডিসকভার ফিড ব্যবহার করে নিজেদের পছন্দের বিভিন্ন কনটেন্ট দেখতে পারছেন। নতুন এ আপডেটের ফলে প্রিয় নির্মাতা ও প্রকাশকের সর্বশেষ খবর, লেখা ও পোস্ট পাওয়া আরও সহজ হবে। গত মাসে গুগল সার্চে নতুন একটি ফিচার চালু করেছিল, যাতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের তথ্যসূত্র ঠিক করে দিতে পারেন। এর ফলে ক্লিকবিট এড়িয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার সুযোগ বেড়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড সকভ র ফ ড কনট ন ট ব যবহ র প রক শ পছন দ

এছাড়াও পড়ুন:

ডমিনেজ স্টিলের নরসিংদীর কারখানা বন্ধ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে কারখানা বন্ধ পায়। তবে সাভারের কারখানাটি চালু আছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই- এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় গত ৪ নভেম্বর ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি বন্ধ পায়।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০২ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৮০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (৪ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২২.৯০ টাকায়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ