ফেনীতে মুদিদোকান থেকে জিনিস চুরি করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে শহরের আলিমউদ্দিন সড়কসংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভারতীয় নাগরিকের নাম জাওয়ার কুমার যাদব (৩৭)। তিনি ভারতের বিহার রাজ্যের খাগরিয়া জেলার আলাউলি থানার ঋষি মনি মন্দির অঞ্চলের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের আলিমউদ্দিন সড়কসংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে একটি মুদিদোকান থেকে মালিকের অনুপস্থিতিতে পণ্য নেওয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করেন। এ সময় ওই যুবক হিন্দিতে কথা বলায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা পুলিশকে জানালে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেন। এরপর নিজের পরিচয় দেন। জাওয়ার কুমার যাদব নামের ভারতীয় ওই নাগরিক ভিসা ও পাসপোর্ট ছাড়াই ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন। এ কারণে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ভারতীয় ওই যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছয় ম্যাচে ছয় জয় রিয়ালের, বার্নাব্যুতে উৎসব হলো অন্য কারণেও

রিয়াল মাদ্রিদ ২-০ এস্পানিওল

ছয় ম্যাচ, ছয় জয়। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো অপরাজিত।
রিয়ালের সর্বশেষ জয়টা এসেছে আজ, সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল। লা লিগায় এটি রিয়াল মাদ্রিদের পাঁচ ম্যাচে পঞ্চম জয়।

ম্যাচে রিয়াল কোচ আলোনসোর একাদশ কিছুটা চমকে দেয় ফুটবলপ্রেমীদের। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে জুটি গড়তে তিনি দলে নেন গঞ্জালো গার্সিয়াকে। তবে ম্যাচের প্রথম গোলটা এই দুজনের কেউ করতে পারেননি। করেছেন অপ্রত্যাশিত একজন—এদের মিলিতাও!

প্রথম ২৩ মিনিট রিয়াল মাদ্রিদ গোলের পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম গোলটাকেও হয়তো তেমন পরিষ্কার সুযোগ বলা যাবে না। ৩০ গজ দূর থেকে বল নিয়ে এদের মিলিতাও এগিয়ে যান, মনে হচ্ছিল যেকোনো সময় আক্রমণটা রুখে দেবে এস্পানিওল। কিন্তু সেটা হয়নি, মিলিতাওয়ের বুলেট গতির এক শট ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

এদের মিলিতাওয়ের গোল উদযাপন

সম্পর্কিত নিবন্ধ