বন্দরে সন্ত্রাসী হামলায় মা-ছেলে আহত
Published: 22nd, September 2025 GMT
বন্দরে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। তারা হলো নারগিস আক্তার (৪০) ও তার ছেলে আমান উল্লাহ অনিক (২২)।
স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালিভিটা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত আমান উল্লাহ অনিক প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি জুয়েল, সোহেল, আউয়াল, সুরমি আক্তারকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালিভিটা এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে আমান উল্লাহ অনিকদের সাথে একই এলাকার আউয়াল মিয়া ও ২ ছেলে জুয়েল ও সোহেলদের সাথে দীর্ঘ দিন ধরে রাস্তা সংক্রান্তর বিষয় নিয়া পূর্বে হইতে বিরোধ চলছিল।
উল্লেখিত বিরোধের জের ধরে সোমবার সকাল ৬টায় প্রতিপক্ষ আউয়াল ও তার দুই ছেলে জুয়েল ও সোহেল এবং সোহেলের স্ত্রী সুরমি আক্তারসহ অজ্ঞাতনামা ২/৩ জন পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়ি দরজার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
ওই সময় তাদের গালিগালাজ করতে বাধা নিষেধ করলে ওই সময় উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে বাদী মাকে মারধর করে তার গলা হইতে ১০ আনা ওজনের স্বর্ণে চেইন যাহার আনুমানিক মূল্যে এক লাখ টাকা নিয়া যায়।
ওই সময় বাদী ও তার ছোট ভাই তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মানাধীন ডিপিডিসির একটি বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তারক্ষীদের হাত-পা বেধে অজ্ঞাত ডাকাত দল কয়েক লক্ষাধিক টাকা মূল্যমানের ক্যাবল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ৮টার দিকে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত ডিপিডিসির চায়না প্রজেক্টে ডাকাত দল প্রবেশ করে।
ডাকাতি শেষে রাত সাড়ে ৩টায় ইজিবাইকে বের হয়ে যায়। এবিষয়ে সোমবার সারাদিনও প্রতিষ্ঠানে কর্মরত কেউ কিছু না বললেও পুলিশের তৎপরতায় বিষয়টি এদিন বিকেলে প্রকাশ পায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আশিষ জানান, বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা শ্রমিকদের পোষাক ও হেলমেট পড়া ২০/২৫ জনের এক দল যুবক পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত ডিপিডিসির চায়না প্রজেক্টে প্রবেশ করে।
এরপর প্রজেক্টের সিকিউরিটি গার্ড কুদ্দুস ও এনামুল সহ আরো ২জন স্টাফকে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেধে ফেলেন।
তারপর রাত সাড়ে ৩ ঘন্টায় বিপুল পরিমানের তামার তার কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়। এরমধ্যে কিছু তার ইজিবাইকে উঠিয়ে রাত সাড়ে ৩টায় প্রজেক্টের ভিতর থেকে বেরিয়ে যায় ডাকাতরা।
খবর পেয়ে ওই প্রজেক্টে গিয়ে কয়েকজন কর্মকর্তাকে পাওয়া যায় তারা সঠিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি। তবে এবিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। এবিষয়ে জানতে ওই প্রজেক্টে গিয়ে কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, এনিয়ে তিনবার এ বিদ্যুৎ কেন্দ্রে একই ভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরও তারা এলাকাবাসীকে ডাকেন না।
এবিষয়ে এলাকার কারো কাছে কোন সহযোগিতাও চায়না। পুলিশের তৎপরতা দেখে এলাকার লোকজন বুজতে পারেন বিদ্যুৎ কেন্দ্রে কিছু একটা হয়েছে। ঘটনাটি রহস্যজনক বলে এলাকাবাসীর ধারনা।