যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসী বন্দিশিবিরে বন্দুক হামলা, নিহত ১
Published: 24th, September 2025 GMT
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একটি বন্দিশিবিরে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডালাস পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী পাশের একটি ভবন থেকে আইসিইর বন্দিশিবির লক্ষ্য করে গুলি চালিয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘বন্দুকধারী নিজের গুলিতে মারা গেছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে এটা স্পষ্ট যে আইন প্রয়োগকারী আইসিই সদস্যের ওপর নজিরবিহীন হামলা হচ্ছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।’
স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স৪ জানিয়েছে, গুলিবিদ্ধ তিনজনই আইসিইর হেফাজতে থাকা বন্দী। পাশের ভবনের ছাদে থাকা ওই পুরুষ বন্দুকধারীকে আইনশৃঙ্খলা বাহিনী আটকের চেষ্টা করলে নিজের গুলিতে তিনি মারা যান।
হামলায় সংস্থাটির কোনো কর্মকর্তা হতাহত হননি বলে জানিয়েছেন আইসিইর ডেপুটি ডিরেক্টর ম্যাডিসন শেহান। তিনি বলেন, ‘আইসিইর স্থাপনায় সহিংসতার ঘটনা বেড়েছে। আইসিইর স্থাপনায় হামলার ঘটনা এটাই প্রথম নয়।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ‘আইন প্রয়োগকারীদের সংস্থা, বিশেষ করে আইসিইর ওপর বেপরোয়া হামলা বন্ধ হতে হবে। আমি এই হামলায় আহত এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করছি।’
আইসিই যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থা। সংস্থাটি বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। বিশেষ করে বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করা লাখো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের কার্যক্রমে তাদের ভূমিকা সবচেয়ে বেশি।
চলতি বছরের শুরুতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আইসিইর অভিযানের পর উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করেন। এরপর গত জুলাইয়ে টেক্সাসের আরেকটি আইসিই স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যেখানে এক পুলিশ কর্মকর্তা আহত হন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র বন দ ক আইস ই
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৫)
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লা লিগায় ম্যাচ আছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, দুই দলেরই।
ক্রিকেটহংকং সুপার সিক্সেস
সকাল ৬-১৫ মি., সনি স্পোর্টস ৫
বাংলাদেশ-আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
সিলেট-রংপুর
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-ঢাকা
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-চট্টগ্রাম
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
রাজশাহী-বরিশাল
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
দুপুর ১২-১৫ মি., টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
এটিপি ফাইনালস
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২
প্যালেস-ব্রাইটন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-লিভারপুল
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ভায়েকানো-রিয়াল মাদ্রিদ
রাত ৯-১৫ মি., বিগিন অ্যাপ
সেল্তা ভিগো-বার্সেলোনা
রাত ২টা, বিগিন অ্যাপ
আতালান্তা-সাসসুয়োলো
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
বোলোনিয়া-নাপোলি
রাত ৮টা, ডিএজেডএন
রোমা-উদিনেসে
রাত ১১টা, ডিএজেডএন
ইন্টার মিলান-লাৎসিও
রাত ১-৪৫ মি., ডিএজেডএন
ফিজি-আর্জেন্টিনা
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
পর্তুগাল-জাপান
সন্ধ্যা ৭-৩০ মি., ফিফা প্লাস