একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৪৭০ জন শিক্ষার্থীকে ‘একাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।

বুধবার (‎২৪ সেপ্টেম্বর) বিকেলে বেরোবি শিক্ষার্থী পরিষদের উদ্যোগে স্বাধীনতা স্মারকে এক উৎসবমুখর পরিবেশে এ সম্মাননা প্রদান করা হয়।

আরো পড়ুন:

খুবিতে নারীর সুরক্ষা-বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার সম্মাননা প্রদা

অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ড

‎পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২২টি বিভাগের ২০২০-২১ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৪৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্বারক, সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।

অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুশাইদ আহমেদ বলেন, “সাধারণ শিক্ষার্থী হিসেবে অনুপ্রাণিত বোধ করছি। বিশেষ করে এখানে বিভিন্ন আলোচকরা বিভিন্ন বিষয়ে কথা বলছেন, জীবনের নানা আঙ্গিক ঘিরে, জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলছেন। এটা আসলেই একটা ইতিবাচক পরিবর্তন। বেরোবি শিক্ষার্থী সংসদ শিক্ষার্থীবান্ধব কাজ করে যে রকম অনুপ্রাণিত করেছে, এ সংগঠনের পাশাপাশি আরো যেসব সংগঠন আছে, তারাও এ রকম শিক্ষার্থীবান্ধব কাজ করুক, আমি এটাই প্রত্যাশা করি।”

‎জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিকা তাসকিন বলেন, “বেরোবি ইতিহাস এই প্রথম একাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড এর অংশীদার হতে পেরে ভালো লাগছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার, জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা পাই।”

‎বেরোবি শিক্ষার্থী সংসদের সভাপতি আলবীর হাসান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণত বিনোদনমূলক অনুষ্ঠান বেশি হয়। কিন্তু মেধাবীদের মূল্যায়নের ক্ষেত্রটি অনেকাংশেই অবহেলিত। সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যেই শিক্ষার্থী পরিষদের এই আয়োজন। আমাদের সংগঠন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে অন্যতম হলো মেধাবীদের সম্মাননা প্রদান। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাব।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এক ড ম ক

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ