আড়াইহাজারে মেঘনা নদীর পাড়ে ইকো পার্কের নির্মান কাজের উদ্ধোধন
Published: 25th, September 2025 GMT
আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসন উদ্যোগে প্রস্তাবিত ইকো পার্ক প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মামুনুর রশিদ, সহকারী কমিশনার(ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে কিছু আড়াইহাজারের বিশনন্দী এলাকায় মেঘনা নদীর পাশে কিছু কতিপয় ব্যক্তি সরকারী জমি জবর দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগীতায় দখলকৃত জমি দখলমুক্ত করা হয়েছে।
সেই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে নির্মিতব্য এই ইকো পার্ক পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বলেন। এই পার্ক নির্মাণ শেষ হলে স্থানীয় পর্যটন ছাড়াও নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ করেন ও পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে পূজার উপলক্ষ্যে চেক ও চাল বিতরণ করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম উপজ ল
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।