কৃষি খাতকে এগিয়ে নিতে সরকারের প্রণোদনা প্যাকেজ অত্যন্ত জরুরি। কিন্তু মেহেরপুর সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা প্রকল্পে যা ঘটেছে, তা সরকারের ভালো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। কৃষকদের বিনা মূল্যে সার ও পেঁয়াজবীজ দেওয়ার কর্মসূচিতে বীজ ক্রয় ও বিতরণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের বীজ ক্রয় এবং সময়মতো সরবরাহ করতে না পারার ঘটনা প্রমাণ করে, তৃণমূল পর্যায়ে দুর্নীতি ও দায়িত্বহীনতা কতটা প্রকট।

কৃষি মন্ত্রণালয় ‘ডিপিএম’ (সরাসরি বীজ ক্রয়) পদ্ধতির মাধ্যমে দ্রুত কৃষকের হাতে বীজ তুলে দেওয়ার নির্দেশ দিলেও, মাঠপর্যায়ের কর্মকর্তারা সেই সুযোগকে অসদুপায় অবলম্বনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। অনুসন্ধানে দেখা যায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রথম দফায় নিম্নমানের পেঁয়াজবীজ ক্রয় করেন, যার অঙ্কুরোদ্‌গমের হার ছিল মাত্র ৫৫ শতাংশ। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এই হার কমপক্ষে ৮০ শতাংশ হওয়া উচিত। যখন এই অনিয়ম জেলা প্রশাসনের নজরে আসে এবং তদন্ত কমিটি গঠিত হয়, তখন রাতের আঁধারে গুদাম থেকে সরকারি বীজ সরিয়ে ফেলার ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় একটি আমদানিকারক প্রতিষ্ঠান থেকে যে বীজ কেনা হয়, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, কৃষকদের প্রণোদনাকে কিন্তু কিছু কর্মকর্তা সরকারি অর্থ নয়ছয় করার সুযোগ হিসেবে নিয়েছেন।

এই পুরো প্রক্রিয়ায় প্রশাসনিক দুর্বলতা ও জবাবদিহির চরম অভাব স্পষ্ট। বীজ মূল্যায়ন ও রিসিভ কমিটির সদস্যরা—যাঁদের বীজ ক্রয়প্রক্রিয়া তদারকির কথা—তাঁরা নিজেরাই জানেন না কোন পদ্ধতিতে বা কার কাছ থেকে বীজ কেনা হয়েছে। কমিটির সদস্যদের বৈঠক না হওয়ার তথ্য প্রমাণ করে যে এই কমিটি কেবল কাগজে-কলমেই ছিল, বাস্তবে এর কোনো কার্যকারিতা ছিল না। সদর উপজেলা কৃষি কর্মকর্তাই সবকিছু নিয়ন্ত্রণ করছেন, যে কারণে সেখানে তঁার একচ্ছত্র আধিপত্য ও অস্বচ্ছতা তৈরি হয়েছে বলে কমিটির অন্যদের বক্তব্যে প্রতীয়মান হয়।

সরকারি নির্দেশনায় স্পষ্ট বলা ছিল, প্রকল্পের অর্থ ব্যয় এবং কার্যক্রমে ভবিষ্যতে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। কিন্তু এখন পর্যন্ত জেলা বা উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা কেউই এই অনিয়মের দায় স্বীকার করছেন না। অভিযোগ আছে, এ অনিয়মের সঙ্গে নিচ থেকে ওপরে বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় আছে। যার কারণে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি কৃষি প্রণোদনা দেওয়া হলেও তা সম্পূর্ণ কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না। 

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকের জন্য আশীর্বাদ। সেখানে এমন অনিয়ম দেশের খাদ্য উৎপাদন এবং কৃষি অর্থনীতি উভয়ই ক্ষতিগ্রস্ত করে। আমরা আশা করব, শুধু মেহেরপুর নয়; সব জেলার ক্ষেত্রে প্রণোদনার বিষয়টি নিয়ে অনুসন্ধান ও তদন্ত চালানো হোক। কৃষি খাতে অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত অন য ম সরক র উপজ ল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ