ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আব্দুল সামাদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল সামাদ নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়নপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। সে বেড়তলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে সামাদ কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো.

ফাহাদ বলেন, ‘‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’’

ঢাকা/পলাশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় য়

এছাড়াও পড়ুন:

গোলাপের চা কি সত্যিই স্বাস্থ্যকর

গোলাপ ফুল অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর। তাই এর পাপড়ি বা কলির নির্যাস গ্রহণ করলে বেশ কিছু উপকার মিলবে। তবে গোলাপের চায়ের থেকেও এসব উপকার বেশি পাবেন এই নির্যাস দিয়ে তৈরি করা অন্যান্য পানীয়ে। কারণ, চা তৈরির প্রক্রিয়ায় কিছু পুষ্টি উপাদান হারিয়ে যেতে পারে।

ক্যাফেইনের হিসাব-নিকাশ

কোনো কোনো পানীয়ে থাকা অতিরিক্ত ক্যাফেইন আমাদের দেহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গোলাপ চায়ে সাধারণত কোনো ক্যাফেইন থাকে না। তাই ক্যাফেইনের পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও নেই।

রাতে ভালো ঘুম হওয়ার জন্য সাধারণত বিকেলের পর চা-কফি খেতে নিষেধ করা হয়। ক্যাফেইন না থাকায় গোলাপ চায়ের ক্ষেত্রে অনিদ্রার ভয় নেই। চাইলে সন্ধ্যায়ও গোলাপ চা খেতে পারেন।

ক্যাফেইনবিহীন গোলাপ চা থেকেই আপনি সতেজতার অনুভূতি পাবেন। মিটবে আপনার দেহের পানির চাহিদাও। তবে কোনো কোনো গোলাপ চা এমনভাবে তৈরি করা হতে পারে, যাতে ক্যাফেইন যোগ করা হয় আলাদাভাবে। গোলাপ চা কেনার সময় বিষয়টি খেয়াল রাখুন।

দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতেগোলাপ চা খেলে ত্বক হয় সতেজ

সম্পর্কিত নিবন্ধ