‘ব্যা***ডস অব বলিউড’–এর সাফল্য, প্রথমবার মুখ খুললেন শাহরুখপুত্র
Published: 3rd, October 2025 GMT
অন্তর্জালজুড়ে এখন আলোচনায় শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’। সিরিজটিতে মজাচ্ছলে উঠে এসেছে হিন্দি সিনেমা দুনিয়ার অনেক বিষয়। সাধারণ দর্শকেরা সিরিজটি নিয়ে নানা মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুক্তির পর নানা আলোচনা হলেও চুপ ছিলেন আরিয়ান, এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে নির্মাতা কথা বললেন সিরিজটি নিয়ে।
কঠিন সময়ের লড়াই
আরিয়ান খান সাধারণত সাক্ষাৎকার দেননি। মুক্তির আগের সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও খুব বেশি কিছু বলেননি। নেটফ্লিক্স ইন্ডিয়াকে দেওয়া বিবৃতিতে অবশেষে নানা বিষয়ে কথা বলেছেন শাহরুখপুত্র। আরিয়ান বলেন, ‘যখনই জিনিসগুলো কঠিন হয়ে যেত, আমি জয়রাজের (সিরিজের একটি চরিত্র) কণ্ঠ শোনার মতো মনে করতাম, “হারতে আর হার মেনে নিতে অনেক ফারাক আছে।” প্রথমে মনে হয়েছিল এটি অনুপ্রেরণা, কিন্তু পরে বুঝতে পারলাম এটি কেবল ঘুমের অভাব এবং ক্লান্তি। তবু সেই দর্শনই আমাকে চালিয়ে যেতে সাহায্য করত, আর এখন দেখছি আমার কাজ মানুষকে আনন্দ দিয়েছে, এটি আমার জন্য আবেগপ্রবণ মুহূর্ত। ঠিক এ কারণেই গল্প বলার প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছিল।’
আরিয়ান ২০২১ সালে একটি অনুমোদিত রেভ পার্টিতে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর কঠিন সময় পার করেন। সে সময় তিনি ২৫ দিন কারাগারে ছিলেন। তাঁর সিরিজের প্রথম পর্বেই এক কাল্পনিক এনসিজি অফিসার বলিউড পার্টিতে হানা দেন। মাদকাসক্ত আখ্যা দিয়ে এক তরুণ অভিনেতাকে গ্রেপ্তার করেন। চরিত্রটির চেহারা, অঙ্গভঙ্গি—সবই মিলছে আরিয়ানকে গ্রেপ্তার করা সামীর ওয়াংখেড়ের সঙ্গে। এ বিষয়ে অবশ্য আরিয়ান কিছু বলেননি।
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর পোস্টার থেকে। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর য় ন
এছাড়াও পড়ুন:
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
সিইসি বলেন, “এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।”
সিইসি জানান, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ করতে খুব শিগগিরই ‘Postal Vote BD’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা "আউট অব কান্ট্রি ভোটিং" -এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে যা লাগবে: জাতীয় পরিচয়পত্র (NID),পাসপোর্টের বিবরণ, প্রবাসে বর্তমান ঠিকানা, ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
অ্যাপটিতে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে প্রতিটি ধাপে করণীয় বিস্তারিতভাবে দেখানো হবে।
ভোট প্রদান প্রক্রিয়া: রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইসি থেকে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার ও ফেরত পাঠানোর খাম পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে সেটি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ইসিতে পৌঁছালেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।
এ উদ্যোগ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসীদের অংশগ্রহণমূলক নির্বাচনে যুক্ত হওয়ার পথ খুলে দিচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ঐতিহাসিক সূচনা। আসুন, সকলে মিলে এই উদ্যোগ সফল করি।”
ঢাকা/ এএএম/ইভা