রাহুল-জুরেল-জাদেজার সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়
Published: 3rd, October 2025 GMT
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের আজ শুক্রবার (০৩ অক্টোবর) দ্বিতীয় দিনটি পুরোপুরি ছিল ভারতের দখলে। তিন সেঞ্চুরিয়ানের ব্যাটে জমকালো এক ইনিংস গড়ে তুলেছে স্বাগতিকরা। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৪৪৮। লিড হয়েছে ২৮৬ রানের। ফলে ম্যাচটি পাঁচ দিনে গড়ানোর সম্ভাবনাই ক্ষীণ হয়ে পড়েছে।
দিন শুরু করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রাহুল ও ধ্রুব জুরেল। শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। জেডেন সিলসের আউটসুইঙ্গারে রাহুলের ব্যাটের কানায় লেগে যাওয়া বলটি সরাসরি স্লিপে যাওয়ার কথা থাকলেও সেখানে ফাঁক থাকায় তা চলে যায় সীমানার বাইরে। সেই জীবন পেয়ে আর থামেননি রাহুল। ২০১৬ সালের পর ভারতের মাটিতে তার প্রথম শতকটি আসে আজকের দিনে। ১৯০ বলে ১২টি চারে সেঞ্চুরি পূর্ণ করার পর নবজাতক কন্যাকে উৎসর্গ করে আবেগঘন উদযাপন করেন তিনি।
আরো পড়ুন:
কানাডায় প্রেক্ষাগৃহে গুলি-অগ্নিসংযোগ: ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ
সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের, সবাই খুলনার
রাহুলের পর ১৯০ বলে ১২টি চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ ধ্রুব জুরেল। টেস্ট কেরিয়ারে এটি তার প্রথম শতক। ঠাণ্ডা মাথায় সঠিক বল বেছে নেওয়া, ব্যাকফুটে শট খেলা এবং নতুন বলে সহজে মানিয়ে নেওয়ার সামর্থ্য; সব মিলিয়ে জুরেল প্রমাণ করেছেন তিনি দীর্ঘমেয়াদে ভারতের ব্যাটিং লাইনআপের নির্ভরযোগ্য নাম হতে পারেন। শতকের পর তিনি উত্সর্গ করেছেন বাবাকে, যিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
দিনের তৃতীয় সেঞ্চুরি আসে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। স্পিনারদের টার্ন সামলে দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৬৮ বলে ৬টি চার ও ৫ ছক্কায় খেলেন ১০০ রানের ইনিংস। তার ১১ বাউন্ডারির মধ্যে ৭টিই ছিল ডাউন দ্য ট্র্যাকে এসে মারা। সেঞ্চুরির মুহূর্তে একটি ছক্কা মেরে ‘নাইন্টিজ নার্ভ’ পেরিয়ে যান তিনি। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শেষ সফর (২০১৮) পর ভারত আবারও ঘরের মাঠে এক ইনিংসে তিন সেঞ্চুরিয়ানের দেখা পেল। জাদেজা ১০৪ ও ওয়াশিংটন সুন্দর ৯ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
পুরো দিনে ভারত তুলেছে ৩২৭ রান, হারিয়েছে মাত্র তিন উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা চেষ্টা করেছেন, কিন্তু সাফল্য ছিল সামান্য। জোমেল ওয়ারিকান, রোস্টন চেজ ও খারি পিয়েরে একসঙ্গে ৮২ ওভার বল করে খরচ করেছেন ২৮৩ রান, পেয়েছেন মাত্র ৪ উইকেট।
ওয়ারিকান লাঞ্চের পর লম্বা স্পেল করে রাহুলকে ফেরান, চেজের বলে আউট হন শুভমান গিল (৫০)। গিল চেষ্টা করেছিলেন স্পিন আক্রমণকে চাপে ফেলতে, কিন্তু রিভার্স সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন স্লিপে। দিনশেষে সান্ত্বনা পেয়েছেন খারি পিয়েরে, ৩৪ বছর বয়সে প্রথম টেস্ট উইকেট পেয়ে। অভিষেকের এক দশক পর পাওয়া সেই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে হাসি ছড়িয়ে দেন তিনি।
দ্বিতীয় দিন শেষে দৃশ্যপট একপেশে। ব্যাট হাতে রাহুল, জুরেল ও জাদেজার সেঞ্চুরি; সঙ্গী হিসেবে গিলের অর্ধশতক- সব মিলিয়ে ভারত এখন শক্ত অবস্থানে দাঁড়িয়ে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। কারণ এই লিড মুছে ফেলাই তাদের জন্য বড় লড়াই হয়ে দাঁড়াবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইন ড জ ক র ক ট কর ছ ন উইক ট প রথম
এছাড়াও পড়ুন:
আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, কবে গাইবেন তিনি
আবার ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তিনি। গতকাল বুধবার এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন আতিফ আসলাম নিজেই। কনসার্টের আয়োজন করেছে মেইন স্টেজ ইঙ্ক নামের একটি প্রতিষ্ঠান।
আতিফ আসলাম। ছবি: ফেসবুক