নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের মেয়েরা নিজেদের যাত্রা শুরু করল একতরফা জয় দিয়ে। আজ শুক্রবার (০৩ অক্টোবর) গৌহাটিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দেখাল তাদের পুরনো দাপট। আর দক্ষিণ আফ্রিকা ডুবে গেল ব্যাটিং বিপর্যয়ে, অলআউট মাত্র ৬৯ রানে। জবাবে ট্যামি বিউমন্ট ও অ্যামি জোন্সের নির্ভার ব্যাটিংয়ে ১০ উইকেটের অনায়াস জয় পায় ইংলিশ মেয়েরা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তার বোলাররা। ম্যাচের শুরু থেকেই একে একে উইকেট হারাতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। পুরো দল গুটিয়ে যায় ২০.

৪ ওভারে মাত্র ৬৯ রানে। একমাত্র সিনালো জাফটা কিছুটা প্রতিরোধ গড়েন। ২২ রানের ইনিংস খেলেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল ‘অতিরিক্ত’ ৮ রান!

আরো পড়ুন:

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

রাহুল-জুরেল-জাদেজার সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়

ইংলিশ বোলাররা সমান তালে ভাগাভাগি করে নেন সাফল্য। লিনসে স্মিথ ছিলেন সবচেয়ে উজ্জ্বল। মাত্র ৭ রান খরচায় তার শিকার ৩ উইকেট। ব্রান্ট নিয়েছেন ২ উইকেট মাত্র ৫ রানে। স্পিন বিভাগেও ছিল সমান দাপট। চার্লি ডিন ১৪ রানে ২ উইকেট আর সোফি একলেস্টোন ১৯ রানে ২ উইকেট তুলে নেন। একমাত্র লরেন বেল কিছুটা খরুচে হলেও পান একটি উইকেট।

অল্প লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই নেননি ইংল্যান্ডের দুই ওপেনার। ধীরে-সুস্থে খেলেই কাজ সারেন তারা। বিউমন্ট অপরাজিত থাকেন ৩৫ বলে ২১ রান করে, যেখানে ছিল তিনটি চার। অপর প্রান্তে জোন্স খেলেন আক্রমণাত্মক ৫০ বলে ৪০ রানের ইনিংস, মারেন ছয়টি চার। শেষ পর্যন্ত ১৪.১ ওভারে ৭৩ রান তুলে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড।

প্রথম ম্যাচেই বড় জয়ে একদিকে যেমন আত্মবিশ্বাসী সূচনা হলো ইংল্যান্ডের, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য এটি রইল কঠিন এক সতর্কবার্তা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ব্যাটিংয়ে আমূল পরিবর্তন আনতেই হবে।

পরের ম্যাচে প্রোটিয়া মেয়েরা সোমবার ইন্দোরে খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে মঙ্গলবার ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

দ. আফ্রিকাকে লজ্জায় ডুবিয়ে ইংল্যান্ডের ঝলমলে শুরু

নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের মেয়েরা নিজেদের যাত্রা শুরু করল একতরফা জয় দিয়ে। আজ শুক্রবার (০৩ অক্টোবর) গৌহাটিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দেখাল তাদের পুরনো দাপট। আর দক্ষিণ আফ্রিকা ডুবে গেল ব্যাটিং বিপর্যয়ে, অলআউট মাত্র ৬৯ রানে। জবাবে ট্যামি বিউমন্ট ও অ্যামি জোন্সের নির্ভার ব্যাটিংয়ে ১০ উইকেটের অনায়াস জয় পায় ইংলিশ মেয়েরা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তার বোলাররা। ম্যাচের শুরু থেকেই একে একে উইকেট হারাতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। পুরো দল গুটিয়ে যায় ২০.৪ ওভারে মাত্র ৬৯ রানে। একমাত্র সিনালো জাফটা কিছুটা প্রতিরোধ গড়েন। ২২ রানের ইনিংস খেলেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল ‘অতিরিক্ত’ ৮ রান!

আরো পড়ুন:

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

রাহুল-জুরেল-জাদেজার সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়

ইংলিশ বোলাররা সমান তালে ভাগাভাগি করে নেন সাফল্য। লিনসে স্মিথ ছিলেন সবচেয়ে উজ্জ্বল। মাত্র ৭ রান খরচায় তার শিকার ৩ উইকেট। ব্রান্ট নিয়েছেন ২ উইকেট মাত্র ৫ রানে। স্পিন বিভাগেও ছিল সমান দাপট। চার্লি ডিন ১৪ রানে ২ উইকেট আর সোফি একলেস্টোন ১৯ রানে ২ উইকেট তুলে নেন। একমাত্র লরেন বেল কিছুটা খরুচে হলেও পান একটি উইকেট।

অল্প লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই নেননি ইংল্যান্ডের দুই ওপেনার। ধীরে-সুস্থে খেলেই কাজ সারেন তারা। বিউমন্ট অপরাজিত থাকেন ৩৫ বলে ২১ রান করে, যেখানে ছিল তিনটি চার। অপর প্রান্তে জোন্স খেলেন আক্রমণাত্মক ৫০ বলে ৪০ রানের ইনিংস, মারেন ছয়টি চার। শেষ পর্যন্ত ১৪.১ ওভারে ৭৩ রান তুলে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড।

প্রথম ম্যাচেই বড় জয়ে একদিকে যেমন আত্মবিশ্বাসী সূচনা হলো ইংল্যান্ডের, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য এটি রইল কঠিন এক সতর্কবার্তা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ব্যাটিংয়ে আমূল পরিবর্তন আনতেই হবে।

পরের ম্যাচে প্রোটিয়া মেয়েরা সোমবার ইন্দোরে খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে মঙ্গলবার ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ