আলজেরিয়ার জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
Published: 3rd, October 2025 GMT
ফ্রান্স ফুটবলের জীবন্ত কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিলেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রথমবারের মতো আলজেরিয়া জাতীয় দলের হয়ে ডাক পেলেন এই গোলরক্ষক। আর সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করার দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের স্বপ্ন নিয়ে নামছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী লুকা একসময় ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। তবে সিনিয়র দলে ডাক পাননি কখনও। বাবার শিকড়ের সূত্র ধরে তিনি আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। কয়েক সপ্তাহ আগেই ফিফা তার জাতীয় দল পরিবর্তনের আবেদন অনুমোদন দেয়। এর পরপরই সুযোগ এলো আলজেরিয়ার জার্সি গায়ে চাপানোর।
আরো পড়ুন:
মন্টেনেগ্রোকে উড়িয়ে দিলো মদ্রিচরা
মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিলো স্পেন
বর্তমানে স্প্যানিশ দ্বিতীয় বিভাগ ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন লুকা। এবার আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ তাকে ডেকেছেন ২৬ সদস্যের স্কোয়াডে। অক্টোবরের ৯ তারিখ সোমালিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর উগান্ডার বিপক্ষে নামবে আলজেরিয়া। দুই ম্যাচের যে কোনো একটিতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে তাদের জায়গা।
গ্রুপে ইতিমধ্যেই চার পয়েন্টে এগিয়ে রয়েছে আলজেরিয়া। ফলে লুকার অভিষেক হতে পারে বিশ্বমঞ্চে ওঠার এক অবিস্মরণীয় অভিযানের সূচনায়।
জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ। ১৯৯৮ সালে দেশকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা, আবার ২০০৬ সালের ফাইনালে রেড কার্ড নিয়ে বিদায় নিয়েছিলেন নাটকীয়ভাবে। সেই জিদানের ছেলেই এবার ভিন্ন পতাকার নিচে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন।
আলজেরিয়া চারবার বিশ্বকাপ খেলেছে, সর্বশেষ ২০১৪ সালে পৌঁছেছিল শেষ ষোলোয়। লুকার যোগদান তাদের সামনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। অনেকেই মনে করছেন- জিদানের ছেলের হাত ধরেই হয়তো আবারও বিশ্বকাপের মঞ্চে গর্জে উঠবে আলজেরিয়া।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল ব শ বক প আলজ র য়
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫