রাজধানীতে তিন দিনে ৯ বাসে আগুন, গ্রেপ্তার ৫৫২
Published: 11th, November 2025 GMT
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে, তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭
ঝুপড়ি ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ
ডিএমপি কমিশনার বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত তিন দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আর ঝটিকা মিছিল হয়েছে ১৪টি। এসব কর্মসূচিতে জড়িত ৫৫২ জন গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে গ্রেপ্তারকৃতদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।”
হেলমেট ও মাস্ক পড়ে হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, “এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।”
অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, “নিজের যানবাহন অন্য কাউকে দেওয়ার আগে ও আগন্তক কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাবেন।”
যানবাহন অরক্ষিত না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, “অরক্ষিত বাসেই আগুন দেওয়া হয়েছে। কম প্যাসেঞ্জারবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে। এ অবস্থায় নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা চাই। নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী।”
সোমবার পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এক সার্জেন্ট আহত হয়েছেন বলেও জানান ডিএমপি কমিশনার।
১৩ নভেম্বর নিয়ে আশঙ্কার কিছু নেই জানিয়ে তিনি বলেন, “কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। নিরাপত্তা জন্য পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও মাঠে কাজ করছেন।”
কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা প্রচারণা বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আওয় ম ল গ ড এমপ
এছাড়াও পড়ুন:
রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা
হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১ নম্বর অনুসন্ধান কূপের মূল খনন কাজ শুরু হয়েছে। এখানে প্রায় ২৯.৪৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুত থাকার সম্ভাবনা আছে।
সম্প্রতি পেট্রোবাংলার অধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড আনুষ্ঠানিকভাবে কূপটির খনন কাজ শুরু করে। রশিদপুর স্ট্রাকচারে উৎপাদন বাড়ানো ও নতুন সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে কূপটি প্রায় ২ হাজার ৯০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের মার্চে খনন কাজ শেষ হওয়ার কথা। খনন সফল হলে রশিদপুর গ্যাসক্ষেত্রের মজুতে আরো ২৯.৪৯ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাস যুক্ত হতে পারে।
কূপ খনন প্রকল্পের পরিচালক (পিডি) মো. আবুল মনসুর চৌধুরী বলেছেন, চায়নার একটি কোম্পানি খনন করছে। তারা আগামী বছরের ২৭ মার্চ খনন শেষ করে সাইট ত্যাগ করবে। এখানে ২৯.৪৯ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। তবে, পুরোপুরি নিশ্চিত ফল জানা যাবে ফেব্রুয়ারিতে। এর পরেই উৎপাদন শুরু ও সময়সূচি নির্ধারণ হবে।
দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপিত হয়েছিল। দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ও ৪০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট এবং প্রতিদিন ৩০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট স্থাপন করা হয়। কনডেনসেট থেকে উৎপাদন করা হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি।
ঢাকা/মামুন/রফিক