সাবিনা ইয়াসমীনের সন্তানেরা কে কী করেন
Published: 11th, November 2025 GMT
বাংলা গানের ইতিহাসে এক অনন্য নাম সাবিনা ইয়াসমীন। অর্ধশতকের বেশি সময় ধরে যাঁর কণ্ঠে ভেসেছে ভালোবাসা, বেদনা, আনন্দ আর দেশপ্রেমের সুর। তাঁর গান বাঙালির জীবনের আবেগের প্রতিচ্ছবি হয়ে আছে আজও। গুণী এই শিল্পীর দুই সন্তান পেশায় ব্যস্ত নিজ নিজ জগতে। মেয়ে ইয়াসমীন ফাইরুজ বাঁধন দেশে থাকেন, আর ছেলে রাফি হোসেন শ্রাবণ থাকেন লন্ডনে, কর্মরত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। দুজনই মায়ের পথ অনুসরণ না করলেও বড় হয়েছেন সুর আর সংগীতময় পরিবেশে, কিংবদন্তি মায়ের আলোয়।
সাবিনা ইয়াসমীন ও তাঁর মেয়ে বাঁধন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা
হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১ নম্বর অনুসন্ধান কূপের মূল খনন কাজ শুরু হয়েছে। এখানে প্রায় ২৯.৪৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুত থাকার সম্ভাবনা আছে।
সম্প্রতি পেট্রোবাংলার অধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড আনুষ্ঠানিকভাবে কূপটির খনন কাজ শুরু করে। রশিদপুর স্ট্রাকচারে উৎপাদন বাড়ানো ও নতুন সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে কূপটি প্রায় ২ হাজার ৯০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের মার্চে খনন কাজ শেষ হওয়ার কথা। খনন সফল হলে রশিদপুর গ্যাসক্ষেত্রের মজুতে আরো ২৯.৪৯ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাস যুক্ত হতে পারে।
কূপ খনন প্রকল্পের পরিচালক (পিডি) মো. আবুল মনসুর চৌধুরী বলেছেন, চায়নার একটি কোম্পানি খনন করছে। তারা আগামী বছরের ২৭ মার্চ খনন শেষ করে সাইট ত্যাগ করবে। এখানে ২৯.৪৯ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। তবে, পুরোপুরি নিশ্চিত ফল জানা যাবে ফেব্রুয়ারিতে। এর পরেই উৎপাদন শুরু ও সময়সূচি নির্ধারণ হবে।
দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপিত হয়েছিল। দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ও ৪০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট এবং প্রতিদিন ৩০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট স্থাপন করা হয়। কনডেনসেট থেকে উৎপাদন করা হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি।
ঢাকা/মামুন/রফিক