বন্দরে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার
Published: 4th, October 2025 GMT
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরী পাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে ও বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ছোট ভাই।
গ্রেপ্তারকৃতকে শনিবার (৪ অক্টোবর) দুপুরে বৈষম্য বিরোধী ১১(৯)২৫ নংন মামলায় আদালতে প্রেরন করা হয়। এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর ) রাতে বন্দর থানার সোনাকান্দা চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালে আগষ্টের প্রথমদিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা বন্দর থানা যুবলীগ নেতা ফকির উল্ল্যাহ সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বল গ ন র য়ণগঞ জ য বল গ
এছাড়াও পড়ুন:
তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাসরিফকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ মারধরের ঘটনা ঘটে।
আরো পড়ুন:
হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭
আটক তাসরিফ তিতুমীর কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের (২০১৯–২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে প্রবেশ করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে পুলিশে দেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, তাসরিফ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার আচরণ ছিল অত্যন্ত উশৃঙ্খল। বিভিন্ন সময় শিক্ষার্থী ও ছাত্রনেতাদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তিনি। এ কারণে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঢাকা/হাফছা/মেহেদী