বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে  যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরী পাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে ও বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ছোট ভাই।

গ্রেপ্তারকৃতকে শনিবার (৪ অক্টোবর)  দুপুরে  বৈষম্য বিরোধী  ১১(৯)২৫ নংন মামলায় আদালতে প্রেরন করা হয়। এর আগে গত শুক্রবার   (৩ অক্টোবর ) রাতে বন্দর থানার সোনাকান্দা চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্য সূত্রে জানা গেছে,  গত ২০২৪ সালে আগষ্টের প্রথমদিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা বন্দর থানা যুবলীগ নেতা ফকির উল্ল্যাহ  সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে  ওই মামলায়  গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বল গ ন র য়ণগঞ জ য বল গ

এছাড়াও পড়ুন:

২২০ বছরের পুরোনো এক আমগাছ তলায় এবার তাঁবুবাস করেছি

ক্লান্ত শরীর অথচ চোখে ঘুম নেই। অন্ধকারে তাঁবুর ভেতর শুয়ে আছি, হঠাৎই কানে এল তাঁবুর কাছে প্রাণীর হাঁটাচলা। তাদের ডাকে অরণ্যের গভীর নিস্তব্ধতা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। বুঝতে বাকি থাকল না, দলটা শিয়াল পণ্ডিতদের। মুহূর্তেই পাহারায় থাকা কুকুর মহাশয় দৌড়ে এল গর্জন করতে করতে। শিয়ালরা এক ঝটকায় সটকে পড়ল।

ক্যাম্পসাইটে আসার পরই দেখেছি লেজ নেড়ে নেড়ে ঘুরে বেড়াতে, সেই কুকুর মহাশয়ই এখন অতন্দ্রপ্রহরী। চারদিকে চক্কর দিচ্ছে। জুয়েল হেসে বলল, ‘ওকে কিছু খাবার দিলেই সারা রাতের জন্য সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার হয়ে যাবে।’

সত্যিই তা–ই হলো। সামান্য খাবারের বিনিময়ে কুকুরটা যেন দায়িত্ব নিল পুরো ক্যাম্পসাইটের। রাতের নিস্তব্ধতা আর শিয়ালের ডাকের ভেতর কুকুরের উপস্থিতি এনে দিল এক অদ্ভুত নিরাপত্তার আশ্বাস।

এই মৌসুমের প্রথম ক্যাম্প। তাঁবু পেতেছি এক প্রাচীন অভিভাবকের ছায়ায়, আনুমানিক ২২০ বছরের পুরোনো এক সূর্যপুরী আমগাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা হরিণমারীর এই গাছের নাম শুনেছি বহুবার, কিন্তু দেখা হয়নি কখনো। আজ অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

দলেবলে

সম্পর্কিত নিবন্ধ