শাহাদাৎ হোসেন সাধুর মৃত্যুতে মহানগর জাসাসের শোক
Published: 5th, October 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সাধু রোববার (৫অক্টোবর) ভোর ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে গেছেন। রোববার বাদ জোহর মাসদাইর বাজার জামে মসজিদে জানাজা শেষে তাকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়েছে।
শাহাদাৎ হোসেন সাধু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ স্বপন চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মরহুম শাহাদাৎ হোসেন সাধু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন।
তিনি মহানগর জাসাসকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম শাহাদাৎ হোসেন সাধু -কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা : আটক ২
জেলা মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার ফতুল্লা দেওয়ানবাড়ী এলাকায় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানা থেকে প্রায় ৩ কোটি টাকার কারেন্টজাল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লার দেওয়ানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, অভিযানে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। তিনি কারখানার ভেতরে নিষিদ্ধ জাল তৈরির পাশাপাশি বিপুল পরিমাণ জাল মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১১ এর এএসপি মাসুদ বলেন, চায়না দুয়ারি জাল দেশের নদী ও জলাশয়ে মাছের প্রাকৃতিক উৎপাদন নষ্ট করছে। প্রজনন মৌসুমে এই জাল জলজ পরিবেশের জন্য আরো ক্ষতিকর হয়ে ওঠে। তাই নিষিদ্ধ এই জালের উৎপাদন ও ব্যবহার রোধে নিয়মিত অভিযান চলছে।
তিনি আরো জানান, জাল জব্দের ঘটনায় কারখানার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।