বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সাধু রোববার (৫অক্টোবর) ভোর ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে গেছেন। রোববার বাদ জোহর মাসদাইর বাজার জামে মসজিদে জানাজা শেষে তাকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়েছে।

শাহাদাৎ হোসেন সাধু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ স্বপন চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মরহুম শাহাদাৎ হোসেন সাধু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন।

তিনি মহানগর জাসাসকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম শাহাদাৎ হোসেন সাধু -কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির অন্তর্গত কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপি'র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটায় কলাগাছিয়া ইউনিয়নের হাজী ইব্রাহীম আলমচান স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন,  বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, হুমায়ূন কবির, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড. মতিউর রহমান মতিন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ- সভাপতি দিদার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম প্রাইম বাবুল
  • রূপগঞ্জে উপজেলা সাংবাদিক কার্যালয়ের শুভ উদ্বোধন
  • আলীরটেক ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • যাকেই ধানের শীষের নমিনেশন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন : সাখাওয়াত
  • জাতীয় নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে না’গঞ্জে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
  • পুরুষ ও মহিলা কাবাডি দলকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান
  • মহানগর জাসাসের সহ-সভাপতি সাধুর মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক 
  • জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বাছাইপর্ব অনুষ্ঠিত
  • কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ