সিডনিতে গানে-কবিতায় নজরুলসন্ধ্যা
Published: 6th, October 2025 GMT
গানে, সুরে আর কবিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করলেন অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা। গত শনিবার সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজিত এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্রোহী কবির কালজয়ী সৃষ্টিতে মেতে ওঠেন দর্শক-শ্রোতারা। সিডনির সাংস্কৃতিক সংগঠন ‘সুরেরধারা’ এই নজরুলসন্ধ্যার আয়োজন করে।
‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘তোমার বীণ তারের গীতি’—এই দুটি সম্মেলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সরোদ ও তবলার ধ্রুপদি যুগলবন্দীতে মিলনায়তনে এক শান্ত ও মোহময় আবেশ তৈরি করেন শিল্পী তানিম হায়াত খান এবং অভিজিৎ দান।
আরও পড়ুনঅপু আসেননি, নকুলে মাতল সিডনি৩০ মে ২০২৫অনুষ্ঠানের মূল পর্বে নজরুলের একক সংগীত পরিবেশন করেন সিডনির স্থানীয় শিল্পী সারা সিদ্দিকী নায়না, আফরোজা শারমিন পাপড়ি, সাজিয়া হাসান প্রৈতি, লুবাবা ইসলাম ও তামীমা শাহরীন। আয়োজক সংগঠনের প্রধান মামুন হাসান খানও দুটি একক সংগীত পরিবেশন করেন। নৃত্যশিল্পী অর্পিতা সোম চৌধুরীর মনোমুগ্ধকর নৃত্য এবং আবৃত্তিকার শাহীন শাহনেওয়াজের কণ্ঠে ‘আর বাঁশি যদি না বাজে’ কবিতাটি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি উপভোগ করতে আসা একজন দর্শক বলেন, ‘সিডনিতে বসে এমন শুদ্ধ নজরুলচর্চার আয়োজন দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছিল যেন ঢাকার কোনো সাংস্কৃতিক সন্ধ্যায় বসে আছি। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।’
আরেকজন তরুণ দর্শক তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রত্যেক শিল্পী অসাধারণ গেয়েছেন। যন্ত্রশিল্পীদের সংগতও ছিল চমৎকার। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে নজরুলকে এভাবে তুলে ধরার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা আমবারীন জয়া।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাগরিবের নামাজের সময় কতক্ষণ থাকে
ইসলামের পাঁচ ওয়াক্ত নামাজ মানবজীবনের সময়বিন্যাসের এক অনন্য প্রতীক। প্রতিটি নামাজের সময় নির্ধারণে যেমন নির্ভুলতা আছে, তেমনি আছে গভীর আধ্যাত্মিক অর্থ।
এর মধ্যে মাগরিবের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের নামাজ। কারণ এটি সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই সময়টা ঠিক কতক্ষণ?
এই বিষয়ে কোরআন, হাদিস, এবং চার মাজহাবের ফিকহ বিশ্লেষণ স্পষ্ট নির্দেশনা দিয়েছে।
মাগরিব নামাজের সময়ের সূচনামাগরিব নামাজের সময় সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়ার পরপরই শুরু হয়। রাসুল (সা.) বলেছেন, “যখন সূর্য অস্ত যায়, তখন মাগরিবের সময় শুরু হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৫৬১; সহিহ মুসলিম, হাদিস: ৬১৩)
এ থেকে বোঝা যায়, সূর্যের একটি অংশও দিগন্তে থাকলে নামাজ আদায় করা বৈধ নয়। সূর্য সম্পূর্ণরূপে দিগন্তের নিচে চলে গেলে সময় শুরু হয়।
আরও পড়ুনতাহাজ্জুদ নামাজের সঠিক সময় কখন হয়০৪ অক্টোবর ২০২৫মাগরিব নামাজের শেষ সময়রাসুল (সা.) অন্য এক হাদিসে বলেছেন, “মাগরিবের সময় থাকে যতক্ষণ না আকাশের লাল আভা (শাফাক আহমার) অদৃশ্য হয়।” (সহিহ মুসলিম, হাদিস: ৬১২)
অর্থাৎ সূর্যাস্তের পর আকাশে যে লালচে আভা দেখা যায়, তা মুছে গিয়ে আকাশ অন্ধকার হয়ে গেলে মাগরিবের সময় শেষ হয়ে যায়। তখনই ইশার নামাজের সময় শুরু হয়।
মাগরিবের সময় কতক্ষণ থাকেবাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাধারণত মাগরিবের নামাজের সময় থাকে প্রায় ৪৫ থেকে ৭০ মিনিট পর্যন্ত।
গ্রীষ্মকালে: সূর্যাস্তের পরে প্রায় ৬৫–৭০ মিনিট পর্যন্ত সময় থাকে।
শীতকালে: সময় কিছুটা কমে প্রায় ৪৫–৫০ মিনিট হয়।
এই ব্যবধান ভৌগোলিক অবস্থান, ঋতু ও সূর্যাস্তের সময়ের পার্থক্যের কারণে পরিবর্তিত হয়।
আরও পড়ুনজোহরের নামাজের শেষ সময় কখন০৯ সেপ্টেম্বর ২০২৫ইসলামি ফিকহ অনুযায়ী ব্যাখ্যাচার মাজহাবের আলেমগণ একমত যে, “মাগরিবের সময় শুরু হয় সূর্যাস্তের সঙ্গে এবং শেষ হয় লাল আভা মিলিয়ে গেলে।”
তবে হানাফি মাযহাব অনুযায়ী, মাগরিবের নামাজ দ্রুত আদায় করা উত্তম। ইমাম কাসানি (রহ.) লিখেছেন, “মাগরিব নামাজে বিলম্ব করা মাকরূহ, কারণ এর সময় সীমিত এবং বিলম্বে কাযা হওয়ার আশঙ্কা থাকে।” (আল–বদায়েউস সানায়ি, ১/১২৬, দারুল কুতুব আল-ইলমিয়া, বৈরুত, ২০০৩)
ইমাম শাফেয়ি (রহ.) বলেন, “মাগরিব নামাজ সূর্যাস্তের পরপরই আদায় করাই সুন্নত, কারণ নবী (সা.) সর্বদা এমনটাই করতেন।” (আল-উম্ম, ১/৭৪, দারুল মাআরিফ, কায়রো, ১৯৯০)
ইমাম নববী (রহ.) বলেন, “মাগরিব নামাজের সময় সংক্ষিপ্ত, তাই বিলম্ব করা মাকরূহ, বিশেষ প্রয়োজনে কিছুটা দেরি করা বৈধ।” (শারহ সহিহ মুসলিম, ৫/১১৮, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৫)
ইবন কুদামাহ (রহ.) বলেন, “মাগরিব নামাজ ইশার সময় শুরু হওয়ার আগে পর্যন্ত বৈধ, তবে বিলম্ব না করাই সুন্নত।” (আল-মুগনি, ১/৩৬৭, দারুল কুতুব আল-ইলমিয়া, বৈরুত, ২০০৪)
রাসুল (সা.)-এর আমলআনাস ইবন মালিক (রা.) বলেন, “রাসুল (সা.) সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই মাগরিব নামাজ আদায় করতেন এবং কখনো বিলম্ব করতেন না।” (সহিহ বুখারি, হাদিস: ৫৬০)
এ থেকে বোঝা যায়, তাড়াতাড়ি নামাজ আদায় করা শুধু অনুমোদিত নয়, বরং সুন্নতও বটে।
মাগরিব হলো দিনের সমাপ্তির নামাজ। সূর্যাস্তের মুহূর্তে মানুষ প্রকৃতির পরিবর্তন দেখে, যা মৃত্যুর স্মারক। তাই এই সময় নামাজ মানুষকে স্মরণ করিয়ে দেয়—একদিন সূর্যাস্তের মতোই জীবনের আলো নিভে যাবে, তখন নামাজই হবে আত্মার আলো।
মাগরিবের নামাজ ইসলামের সময়ানুবর্তিতা ও আনুগত্যের প্রতীক। সূর্যাস্তের পর অল্প সময়ের এই নামাজ আমাদের শেখায়—সময় সীমিত, তাই দেরি না করে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। মাগরিবের নামাজ তাড়াতাড়ি আদায় করা শুধু সুন্নত নয়, বরং একপ্রকার আত্মিক শুদ্ধির অনুশীলন।
আরও পড়ুননামাজের শুরু ও শেষ সময়২৮ জুলাই ২০২৫