সিডনিতে গানে-কবিতায় নজরুলসন্ধ্যা
Published: 6th, October 2025 GMT
গানে, সুরে আর কবিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করলেন অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা। গত শনিবার সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজিত এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্রোহী কবির কালজয়ী সৃষ্টিতে মেতে ওঠেন দর্শক-শ্রোতারা। সিডনির সাংস্কৃতিক সংগঠন ‘সুরেরধারা’ এই নজরুলসন্ধ্যার আয়োজন করে।
‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘তোমার বীণ তারের গীতি’—এই দুটি সম্মেলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সরোদ ও তবলার ধ্রুপদি যুগলবন্দীতে মিলনায়তনে এক শান্ত ও মোহময় আবেশ তৈরি করেন শিল্পী তানিম হায়াত খান এবং অভিজিৎ দান।
আরও পড়ুনঅপু আসেননি, নকুলে মাতল সিডনি৩০ মে ২০২৫অনুষ্ঠানের মূল পর্বে নজরুলের একক সংগীত পরিবেশন করেন সিডনির স্থানীয় শিল্পী সারা সিদ্দিকী নায়না, আফরোজা শারমিন পাপড়ি, সাজিয়া হাসান প্রৈতি, লুবাবা ইসলাম ও তামীমা শাহরীন। আয়োজক সংগঠনের প্রধান মামুন হাসান খানও দুটি একক সংগীত পরিবেশন করেন। নৃত্যশিল্পী অর্পিতা সোম চৌধুরীর মনোমুগ্ধকর নৃত্য এবং আবৃত্তিকার শাহীন শাহনেওয়াজের কণ্ঠে ‘আর বাঁশি যদি না বাজে’ কবিতাটি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি উপভোগ করতে আসা একজন দর্শক বলেন, ‘সিডনিতে বসে এমন শুদ্ধ নজরুলচর্চার আয়োজন দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছিল যেন ঢাকার কোনো সাংস্কৃতিক সন্ধ্যায় বসে আছি। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।’
আরেকজন তরুণ দর্শক তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রত্যেক শিল্পী অসাধারণ গেয়েছেন। যন্ত্রশিল্পীদের সংগতও ছিল চমৎকার। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে নজরুলকে এভাবে তুলে ধরার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা আমবারীন জয়া।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় এনসিপির নেতার বাড়ির ফটকে আগুন
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে দাবি প্রীতমের।
প্রীতম সোহাগ বলেন, ‘রোববার রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এ ছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়।’
আগুনের বিষয়টি আজ সোমবার সকাল ছয়টার দিকে টের পেয়েছেন জানিয়ে প্রীতম বলেন, ‘গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানান যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাতো ভাই এনামুল হকের মুদিদোকান আছে। তিনি আমার বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়।’
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।