গণ–অভ্যুত্থানে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মোজাম্মেল কারাগারে
Published: 6th, October 2025 GMT
রাজধানীর আদাবর থানায় দায়ের করা পোশাককর্মী রুবেল হত্যা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আজ সোমবার এ আদেশ দেন।
এর আগে বি এম মোজাম্মেল হককে আদালতে হাজির করে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে আদাবর থানা-পুলিশ। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মোজাম্মেল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, বি এম মোজাম্মেল হক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত বছর ৫ আগস্ট আদাবর থানা এলাকায় সরকারবিরোধী আন্দোলন দমনের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। ওই দিন রুবেলকে হত্যা করা হয়। এ হত্যায় মোজাম্মেল হক জড়িত ছিলেন। গতকাল রোববার ঢাকার নিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেলের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
আরও পড়ুনসাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার০৫ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এম ম জ ম ম ল
এছাড়াও পড়ুন:
বিসিবি নির্বাচনে আর কারা জিতলেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তেমন চমক ছিল না। ক্যাটাগরি-৩ এ খালেদ মাসুদ ৩৫-৭ ভোটে দেবব্রত পালকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে ফল ঘোষণার আগেই দেবব্রত 'ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তির প্রভাবে' নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেকে। আজ রাতে নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।