মাদারীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
Published: 6th, October 2025 GMT
মাদারীপুরের কালকিনিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিক সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে বিএনপি থেকে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা এবং আনিসুর রহমান তালুকদার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
আরো পড়ুন:
সালথায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০
রামগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মামলা
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দুপুরে রেজাউল করিম রেজা শোডাউন করে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে অন্তত দুই শতাধিক কর্মী-সমর্থক ছিলেন। তিনি উপজেলা চত্বরে শহিদ মিনার মঞ্চে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন শহিদ মিনার মঞ্চে বক্তব্য না দেওয়ার জন্যে অনুরোধ করেন। পরে রেজাউলকে তার রুমে নিয়ে যান। বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসিনুর রহমান খোকন তালুকদারের কর্মী-সমর্থকদের সঙ্গে রেজাউল করিমের কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। পরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আসিনুর রহমান খোকন তালুকদারের সমর্থক তুহিন হাওলাদার দাবি করে বলেন, ‘‘রেজাউল করিম রেজা আওয়ামী লীগের লোকজন নিয়ে উপজেলা চত্বরে মিছিল বের করেন। তিনি নিজেও আওয়ামী লীগের দোসর। দুপুরে ব্যক্তিগত কাজে ব্যাংকে যাচ্ছিলাম। আমাকে দেখে কিছু লোকজন মারতে আসে। এ থেকেই দ্বন্দ্বের সূত্রপাত।’’
রেজাউল করিম রেজা বলেন, ‘‘আনিসুর রহমানের লোকজন প্রথমে আমার লোকজনের ওপর হামলা চালায়। হামলায় আমার লোক বেশি আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করব।’’
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সোহেল রানা বলেন, ‘‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/বেলাল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত র রহম ন স ঘর ষ ল কজন উপজ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল...
অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।
নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।
চঞ্চল চৌধুরী। কবির হোসেন