নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Published: 6th, October 2025 GMT
নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মেইন গেইট হতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। র্যালিতে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগতম বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ।
আলোচনা সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য সকলকে সচেতন হতে হবে। নিজের ধারা অন্যের কোন ক্ষতি হবে এমন চিন্তা ত্যাগ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় একমত পোষন করতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বন্দরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ কবিলেরমোড় এলাকায় আলহাজ্ব আতাউর রহমান মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে এ দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া শেষে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা ফুল নিয়ে সকাল থেকে তার বাসভবনে সমবেত হতে থাকে। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের পর তাদের ফুলেল অভ্যর্থণায় সিক্তহন বিএনপি নেতা আতাউর রহমান মুকুল।
ওই সময় আতাউর রহমান মুকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমান,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাকুর রহমানের সঞ্চালনায় ফুলেল শুভেচ্ছায় অংশ নেন মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি হাজী রাশেদ আহাম্মেদ টিটু, মহানগর বিএনপি নেতা আলমগীর হোসেন রায়হান, মহানগর স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সাইদুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, বর্তমান যুগ্ম আহবায়ক কামালউদ্দিন মীর্জা জনি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন মেম্বার, জাকির হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ মো. আসলাম, হাসান আলী, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন, সাইদুল, ইকবাল, মুসাপুর ইউনিয়ন বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন, মোসলেহউদ্দিন, মিজানুর রহমান, জালাল মেম্বার, মেছের আলী, মুসাপুর ইউনিয়ন বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস, নাজির হোসেন, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. শাকিল মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শেখ সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।