‘রহস্য সাহিত্যে’র জনক এডগার অ্যালান পোর রহস্যময় জীবন ও মৃত্যু
Published: 7th, October 2025 GMT
এডগার অ্যালান পো ছিলেন একজন মার্কিন ছোটগল্পকার, কবি, সমালোচক এবং সম্পাদক, যিনি রহস্য ও ভয়ের সাহিত্যচর্চার জন্য বিখ্যাত ছিলেন। তাঁর গল্প ‘দ্য মার্ডার্স ইন দ্য রু মর্গ’ (১৮৪১) আধুনিক গোয়েন্দা কাহিনির সূচনা করে, তাঁর ভয়ের গল্পগুলোর আবহ বিশ্বসাহিত্যে অতুলনীয়। এডগার অ্যালান পোর কবিতা ‘দ্য র্যাভেন’ কবিতার ক্ষেত্রে বিশ্বসাহিত্যে তাঁকে স্থান করে দিয়েছে।
পো ছিলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া অভিনেত্রী এলিজাবেথ আর্নল্ড পো এবং বাল্টিমোরের অভিনেতা ডেভিড পো জুনিয়রের সন্তান। তাঁর মা ১৮১১ সালে ভার্জিনিয়ার রিচমন্ডে মারা গেলে তাঁকে রিচমন্ডের ব্যবসায়ী জন অ্যালান ও তাঁর নিঃসন্তান স্ত্রীর ঘরে লালনপালন করা হয়।
১৮২৬ সালে এডগার অ্যালান পো ১১ মাসের জন্য ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কিন্তু জুয়ার নেশায় জড়িয়ে গেলে তাঁর অভিভাবক তাঁকে পড়াশোনা চালাতে দিতে অস্বীকার করেন। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না, তিনি রিচমন্ডে ফিরে এসে দেখেন তাঁর প্রেমিকা সারা এলমিরা রোয়েস্টার শেল্টন বাগ্দান সম্পন্ন করেছেন।
দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। দারিদ্র্যের কারণে তিনি ‘এডগার এ.
নিউইয়র্ক থেকে পো বাল্টিমোরে ফিরে এসে গল্প লেখা শুরু করেন। ১৮৩৩ সালে তাঁর ‘মিস ফাউন্ড ইন আ বটল’ একটি পত্রিকা থেকে ৫০ ডলার পুরস্কার পায়। এটি পোর সমুদ্রভিত্তিক রহস্য ও গথিক কল্পনার মিশ্রণে গড়া প্রথম দিককার বিখ্যাত গল্প। একজন নামহীন লোক এক জাহাজে ভ্রমণরত অবস্থায় ভয়ংকর ঝড়ের মুখে পড়ে। ঝড়ে জাহাজ ডুবে গেলে আরেকটি বিশাল ও প্রাচীন জাহাজ ভেসে ওঠে। এই নতুন জাহাজটি রহস্যময়, যেখানে নাবিকেরা বয়সে বৃদ্ধ আর চুপচাপ ধরনের। তারা নায়কের অস্তিত্ব লক্ষই করে না। ধীরে ধীরে জাহাজটি দক্ষিণ মেরুর দিকে ছুটে চলে, সেখানে ছিল প্রকাণ্ড জলপ্রপাত। গল্পের নায়ক নিজের অবশ্যম্ভাবী মৃত্যুর আগের অভিজ্ঞতাগুলো একটি পাণ্ডুলিপিতে লিখে বোতলে ভরে সমুদ্রে ছুড়ে দেন। গল্প এখানেই শেষ হয়।
গল্পটি মানুষের অদম্য কৌতূহল আর ভয়ের মিশ্রণকে তুলে ধরে। দক্ষিণ মেরু সেই সময়ে মানুষের কাছে এক রহস্যময় অঞ্চল ছিল। নায়ক বুঝতে পারে সে বাঁচবে না, তবু তার শেষ প্রচেষ্টা হলো নিজের অভিজ্ঞতা লিখে যাওয়া—যাতে তার অস্তিত্ব একেবারে হারিয়ে না যায়।
১৮৩৫ সালে রিচমন্ডে পো ‘সাউদার্ন লিটারারি মেসেঞ্জার’-এর সম্পাদক হন এবং তখনই তাঁর খ্যাতি শুরু হয়। এ সময়েই তিনি তাঁর মাত্র তেরো বছর বয়সী চাচাতো বোন ভার্জিনিয়া এলিজা ক্লেমকে বিয়ে করেন। পো ছিলেন একজন হৃদয়বান এবং স্নেহশীল স্বামী।
পো রহস্য ও ভয়ের সাহিত্যচর্চার জন্য বিখ্যাত ছিলেন। তাঁর গল্প ‘দ্য মার্ডার্স ইন দ্য রু মর্গ’ (১৮৪১) আধুনিক গোয়েন্দা কাহিনির সূচনা করে, তাঁর ভয়ের গল্পগুলোর আবহ বিশ্বসাহিত্যে অতুলনীয়। এডগার অ্যালান পোর ‘দ্য র্যাভেন’ কবিতার ক্ষেত্রে বিশ্বসাহিত্যে তাঁকে স্থান করে দিয়েছে। তাঁর ‘দ্য বেলুন হোক্স’ গল্পটিকে বৈজ্ঞানিক কল্পকাহিনির প্রাথমিক উদাহরণ হিসেবে গণ্য করা হয়।পো মদ্যপানের জন্য বিখ্যাত ছিলেন। মদ্যপানের জন্য তাঁর রিচমন্ডের চাকরিটা হারান এবং এরপর নিউইয়র্কে থিতু হন। একসময় মদ তাঁর জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। যদিও তিনি পুরোপুরি মাতাল হতেন না, তবু জনসমক্ষে তাঁকে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যেত। এ কারণে ধারণা ছড়ায় যে তিনি আফিমাসক্ত ছিলেন, যদিও চিকিৎসকদের মতে তাঁর মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা ছিল।
১৮৩৯ সালের শেষের দিকে তাঁর ‘টেলস অব দ্য গ্রোটেস্ক অ্যান্ড অ্যারাবেস্ক’ প্রকাশিত হয়। এখানে তিনি ভয়, মানসিক জটিলতা, কল্পনা আর শৈল্পিক সৌন্দর্য মিলিয়ে অনন্য এক সাহিত্যধারা তৈরি করেন। এটি তাঁর গথিক ঐতিহ্যের শিকড় ও ভবিষ্যৎ রচনার ভিত্তি।
তিনি ১৮৪০ প্রকাশ করেন প্রথম গোয়েন্দা গল্প ‘দ্য মার্ডার্স ইন দ্য রু মর্গ।’ এটিকে বিশ্বের প্রথম গোয়েন্দা কাহিনি বলে ধরা হয়। গল্পের প্রধান চরিত্র সি অগাস্ট ডুপাঁ নামের এক বুদ্ধিমান যুবক, যিনি বিশ্লেষণী ক্ষমতা ও যুক্তি দিয়ে অপরাধের রহস্য উদ্ঘাটন করেন। প্যারিস শহরে রু মর্গ নামের একটি বাড়িতে ভয়াবহ খুন সংঘটিত হয়। এক বৃদ্ধা মহিলা ও তার কন্যাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল, প্রতিবেশীরা ভয়ংকর চিৎকার শুনেছিল, কিন্তু যখন দরজা ভাঙা হলো, তখন লাশের দৃশ্য ছিল রক্তাক্ত ও রহস্যময়। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে দেখা যায়, তারা এক অচেনা, ভয়ংকর কণ্ঠস্বর শুনেছিল, যেটি মানুষের বলে মনে হয়নি।
পুলিশ হতবাক হয়ে যায়, কারণ খুনির প্রবেশ ও বের হওয়ার কোনো স্পষ্ট রাস্তা নেই। তখন ডুপাঁ যুক্তি প্রয়োগ করে রহস্য বিশ্লেষণ শুরু করেন। তিনি দেখান যে ঘটনাটি মানুষের খুন নয়; একটি ওরাং-ওটাং নামের একধরনের বৃহৎ বানর পালিয়ে এসে ভয়ংকর আক্রমণ চালিয়েছিল। মালিকের কাছ থেকে পালিয়ে আসা ওই প্রাণী নারীদের হত্যা করে এবং ঘরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই গল্পের মাধ্যমেই পো গোয়েন্দা সাহিত্যের নতুন ধারা সূচনা করেন।
১৮৪৩ সালে এডগার অ্যালান পোর ‘দ্য গোল্ড বাগ’ ফিলাডেলফিয়ার একটি পত্রিকা থেকে ১০০ ডলারের পুরস্কার পায়। এটি একটি অ্যাডভেঞ্চার ও ধাঁধা-ধরনের গল্প, যেখানে গুপ্তধন অনুসন্ধান এবং রহস্যময় ঘটনার মিশ্রণ আছে। গল্পে মূল চরিত্র উইলিয়াম লেগ্র্যান্ড, যিনি সাউথ ক্যারোলিনার এক দ্বীপে বসবাস করেন। একদিন তিনি একটি সোনালি রঙের পোকা খুঁজে পান। আর পান একটি পুরোনো কাগজে লেখা রহস্যময় প্রতীক। তিনি সেই প্রতীক বা ক্রিপ্টোগ্রাম সমাধান করে জানতে পারেন, এটি আসলে সমুদ্র ডাকাত ক্যাপ্টেন কিডের গুপ্তধনের মানচিত্র। গোপন সংকেতের ব্যাখ্যা ও যুক্তি অনুসরণ করে তারা এক অভিযানে বের হয়। অনেক কষ্টে সূত্র মিলিয়ে অবশেষে তারা এক স্থানে খনন করে বিপুল সোনার ও রত্নের গুপ্তধন উদ্ধার করে। এটি এডগার অ্যালান পোর সবচেয়ে জনপ্রিয় গল্পগুলোর একটি। এখানে রহস্য, প্রতীক, সাইফার সমাধান এবং ধন অনুসন্ধান—সব মিলিয়ে রোমাঞ্চকর কাহিনি তৈরি হয়েছে। এই গল্পে পো দেখিয়েছেন কীভাবে বিশ্লেষণী ক্ষমতা ও যুক্তি দিয়ে জটিল সংকেত উন্মোচন করা যায়।
‘দ্য বেলুন হোক্স’ গল্পে দাবি করা হয় যে ইউরোপীয় বেলুনচালক মঙ্ক ম্যাসন মাত্র ৭৫ ঘণ্টায় আটজন সদস্যসহ একটি গ্যাস বেলুনে আটলান্টিক মহাসাগর পার করেছেন। এতে বেলুনের বিস্তারিত নকশা ও যন্ত্রাংশের বর্ণনা দেওয়া হয়েছে। গল্পটি এতটাই বিশদ ও বাস্তবসম্মতভাবে লেখা হয়েছিল যে অনেক পাঠক এটিকে সত্য ঘটনা হিসেবে বিশ্বাস করেছিলেন।১৮৪৪ সালে তিনি নিউইয়র্কে ফিরে আসেন, ‘দ্য বেলুন হোক্স’ লেখেন এবং নিউইয়র্ক মিররের উপসম্পাদক হন। ‘দ্য বেলুন হোক্স’ এডগার অ্যালান পোর একটি বিখ্যাত সাংবাদিকতাভিত্তিক ছোটগল্প, যা ১৮৪৪ সালের ১৩ এপ্রিল নিউইয়র্কের ‘দ্য সান’ পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটি প্রথমে একটি বাস্তব সংবাদ হিসেবে উপস্থাপিত হলেও, পরবর্তী সময়ে এটি একটি বানোয়াট রচনা হিসেবে প্রকাশিত হয়। গল্পে দাবি করা হয় যে ইউরোপীয় বেলুনচালক মঙ্ক ম্যাসন মাত্র ৭৫ ঘণ্টায় আটজন সদস্যসহ একটি গ্যাস বেলুনে আটলান্টিক মহাসাগর পার করেছেন। তাঁরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে পৌঁছেছেন। এতে বেলুনের বিস্তারিত নকশা ও যন্ত্রাংশের বর্ণনা দেওয়া হয়েছে। গল্পটি এতটাই বিশদ ও বাস্তবসম্মতভাবে লেখা হয়েছিল যে অনেক পাঠক এটিকে সত্য ঘটনা হিসেবে বিশ্বাস করেছিলেন। পো এই গল্পটি লিখেছিলেন ‘দ্য সান’ পত্রিকায় কাজ পাওয়ার জন্য। বেলুনচালনা তখনকার যুগে একটি নতুন ও আকর্ষণীয় প্রযুক্তি ছিল। পো এই প্রযুক্তিকে কেন্দ্র করে একটি কল্পিত ভ্রমণ বর্ণনা করেন, যাকে বৈজ্ঞানিক কল্পকাহিনির বা সায়েন্স ফিকশনের প্রাথমিক উদাহরণ হিসেবে গণ্য করা হয়। পোর এই রচনার প্রভাব পরবর্তী লেখকদের ওপর পড়েছিল; জুলভার্ন তাঁর ‘আশি দিনে বিশ্ব ভ্রমণ’ উপন্যাসে বেলুন ভ্রমণের ধারণা গ্রহণ করেছিলেন।
১৮৪৫ সালে পোর ‘দ্য র্যাভেন’ প্রকাশিত হয় এবং তৎক্ষণাৎ এটি তাঁকে জাতীয় খ্যাতি এনে দেয়। কবিতাটি ১৮টি স্তবকে গঠিত, যেখানে নির্দিষ্ট ছন্দ এবং এর ছন্দরীতি ভৌতিক আবহ সৃষ্টি করে। এই কবিতাটি পোর সবচেয়ে বিখ্যাত রচনা, যেখানে অতিপ্রাকৃত ভয়ের আবহ, দুঃখ, প্রেমহারা মানুষের মানসিক যন্ত্রণা ফুটে উঠেছে। এতে দেখানো হয়, একজন একাকী মানুষ, যিনি তাঁর প্রিয়তমার মৃত্যুতে শোকাহত হয়ে মধ্যরাতে নিজের ঘরে বসে আছেন। বই পড়ে তিনি দুঃখ ভুলতে চাইছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুললে কিছু দেখা যায় না, কিন্তু তিনি অনুভব করেন রহস্যময় এক উপস্থিতি। এরপর জানালায় একটা কাক এসে বসে। আশ্চর্যের বিষয়, কাকটি মানুষের মতো করে শুধু একটাই শব্দ বলে—‘আর কখনো নয়।’
শোকাহত মানুষটি কাকের এই উত্তরকে বারবার নানা প্রশ্নের সঙ্গে মেলাতে থাকেন। তিনি জানতে চান—লেনোরকে মানে তাঁর প্রেমিকাকে তিনি পরকালে আবার পাবেন কি না। তাঁর দুঃখ কি কখনো লাঘব হবে? আর তাঁর কি ভবিষ্যতে কোনো আশার আলো আছে? কিন্তু কাক প্রতিবার একই শব্দই বলে, ‘আর কখনো নয়।’
অবশেষে তিনি বুঝতে পারেন, কাকের উপস্থিতি যেন তাঁর জীবনের অনন্ত দুঃখ, একাকিত্ব ও মৃত্যুর প্রতীক, যা থেকে তাঁর মুক্তি নেই। এই কবিতায় কাককে অশুভ, অমঙ্গল ও মৃত্যু-অনিবার্যতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ‘আর কখনো নয়’ বলতে জীবনে হারানো প্রেম ও আশা আর কখনো ফিরে আসবে না—এটা বোঝানোর মাধ্যমে একেই নিয়তির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। কবিতায় এক হতাশ, প্রেমহারা মানুষের মানসিক যন্ত্রণা ও আশাহীনতার চিত্র অঙ্কিত হয়েছে। এটি শুধু শোকের গল্প নয়, বরং মানুষের গভীর অবচেতন ভয়, মৃত্যু ও চিরবিচ্ছেদের অনিবার্যতাকে প্রতীকীভাবে প্রকাশ করেছে।
পোর কাঁধে পোষা বিড়াল ক্যাটালিনা, পাশে স্ত্রী ভার্জিনিয়া এলিজা ক্লেমউৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বস হ ত য ন উইয়র ক রহস যময় আর কখন র জন য র গল প প রথম রহস য র একট ভ রমণ
এছাড়াও পড়ুন:
রংপুরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার
রংপুরের পীরগাছা উপজেলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। পুলিশ ইতিমধ্যে মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার রাতে মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাহীগঞ্জ থানার পুলিশ। পরে ভুক্তভোগী শেফালী বেগম ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এক আসামি ভুক্তভোগীর সতিন আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নিজতাজ গ্রামে গৃহবধূ শেফালী বেগমকে সুপারিগাছের সঙ্গে বেঁধে মারধরসহ শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন, তাঁর স্বামীর পরিবারের সদস্যরা তাঁকে নির্যাতন করেছেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনরংপুরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ছড়িয়েছে ভিডিও২১ ঘণ্টা আগেশেফালী অভিযোগ করেন, ২০১৪ সালে প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। নজরুল তাঁর খোঁজখবর ঠিকমতো রাখতেন না। সম্প্রতি নজরুল বাড়িতে এলেও তাঁর খোঁজ নেননি। একপর্যায়ে শেফালী লোকমুখে জানতে পারেন, তাঁকে তালাক দিয়েছেন নজরুল। গত শনিবার ভোরে তিনি তালাকের কাগজপত্র চাইতে নজরুলের বাড়িতে যান। তখন তাঁকে বাড়ির বাইরে সুপারিগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়।
নজরুল দাবি করেন, তিনি শেফালীকে তালাক দিয়েছেন। সেই রাতে তাঁর ঘরের পেছনে তাঁকে বেঁধে রাখা হলেও মারধর করা হয়নি।