জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে মুখোমুখি হবে না বাংলাদেশ-ফিলিস্তিন: পররাষ্ট্র উপদেষ্টা
Published: 8th, October 2025 GMT
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামী বছরের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না।
জাতিসংঘে প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘ইন্টারেস্টিং হচ্ছে যে এ নিয়ে আপনাদের যত আগ্রহ, ফিলিস্তিনে তত আগ্রহ নেই। ফিলিস্তিনিরা এটা নিয়ে অত আগ্রহী না। আপনারা ও সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে চর্চা করা হচ্ছে।’
তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমি শুধু আপনাদের বলব, নির্বাচন হবে ২০২৬ সালের জুনে। নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না।’
সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ বছর চারেক আগেই প্রার্থিতা ঘোষণা করেছিল। প্রতিদ্বন্দ্বী হলো সাইপ্রাস। অনেক পরে এসে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেনি ফিলিস্তিন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের জন্য ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশের ভেতরে ও বাইরে প্রচার চলবে। এ পদের জন্য বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মনোনীত করা হয়েছে।
সাধারণ পরিষদে সাধারণত পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে পালাক্রমে সভাপতি নির্বাচিত হন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পালা এবার। এ অঞ্চল থেকে বাংলাদেশ, ফিলিস্তিন ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরও পড়ুনভারতের পররাষ্ট্রসচিবের মন্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা৫ ঘণ্টা আগেএর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এ দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
আরও পড়ুনবিদেশে বাংলাদেশের অবশিষ্ট কয়েকটি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ১৭ আগস্ট ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরর ষ ট র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি, আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ৩০টি বিষয়ে পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আগ্রহী প্রার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
দরকারি তথ্য
১. প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিল প্রোগ্রামের জন্য ১ হাজার ৫০০ টাকা ও পিএইচডি প্রোগ্রামের জন্য ২ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে আগামী ৫ নভেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে।
২. বাংলাদেশের সমাজ চাহিদা ও উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, জাতিরাষ্ট্র গঠন প্রক্রিয়া, মহান মুক্তিযুদ্ধ, রাজনৈতিক বা অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা–বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণ, শিক্ষা ও সামাজিক চ্যালেঞ্জগুলোর সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা কর্মকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রোগ্রামের মেয়াদ
১. এমফিল প্রোগ্রামের মেয়াদ এক বছরের কোর্সওয়ার্কসহ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ তিন বছর।
২. এমফিল প্রোগ্রামে একটি ও পিএইচডি প্রোগ্রামে দুটি সেমিনার দিতে হবে।
৩. পিএইচডি প্রোগ্রামে যাঁরা সরাসরি ভর্তির জন্য মনোনীত হবেন, তাঁদের সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের এমফিল গবেষকদের সঙ্গে কোর্সওয়ার্ক সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনকাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আইইএলটিএস ছাড়াই আবেদন ০৩ অক্টোবর ২০২৫প্রাথমিক আবেদন ও ভর্তির সময়সূচি
১. অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
২. সোনালি সেবার টাকা জমাদানের তারিখ: ৯ নভেম্বর ২০২৫
৩. লিখিত পরীক্ষার তারিখ (স্থান: জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস): ১৮ নভেম্বর ২০২৫
৪. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ২৫ নভেম্বর ২০২৫
৫. সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার তারিখ (স্থান: জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস): ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২৫
৬. মেধাতালিকা প্রকাশের তারিখ: ৯ ডিসেম্বর ২০২৫
৭. পে–স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ১১ থেকে ২২ ডিসেম্বর ২০২৫
৮. কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম শুরুর তারিখ: ১ জানুয়ারি ২০২৬। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে পরিচালিত হবে।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬: বাংলাসহ তিন বিষয়ের প্রশ্ন কাঠামোয় এল পরিবর্তন০৫ অক্টোবর ২০২৫আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা০৫ অক্টোবর ২০২৫