যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে প্রতি বছর। এ বছরও ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’ প্রকাশ করেছে। বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সেই তালিকায় জায়গা করে নিয়েছে। ২০২৬ সালের সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা সেই তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৮টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের ২০২৬ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ে তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশ করা এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে।

র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

৮০১ থেকে ১০০০ এর তালিকায় গতবারও ৫টি বিশ্ববিদ্যালয় ছিল। র‍্যাঙ্কিং অনেকটা এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালের র‌্যাঙ্কিংয়ে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে থাকা এই বিশ্ববিদ্যালয়ের এবার স্থান হয়েছে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে।

এবার ১০০১ থেকে ১২০০ এর মধ্যে স্থান পেয়েছে ৬টি বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এছাড়া ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে স্থান পেয়েছে আরও ৬টি বিশ্ববিদ্যালয়—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

১৫০০+ এর পরে অবস্থান করছে দুটি বিশ্ববিদ্যালয়—ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি (এমআইএসটি)।

৯টি বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে। এগুলো হলো— বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করা হয়েছে।

শীর্ষে অক্সফোর্ড

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং যৌথভাবে তৃতীয় স্থানে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ

এছাড়াও পড়ুন:

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ। ব্রাজিল ও আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। এখন সামনে শুধুই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার উপলক্ষ। সে জন্য চলতি মাসেই প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের স্কোয়াডও ঘোষণা করেছে তারা।

আন্তর্জাতিক বিরতিতে এ ম্যাচগুলো দিয়ে খেলোয়াড়দের চূড়ান্তভাবে পরখ করে দেখা হবে। একাদশ ও খেলার ছক নিয়ে এসব প্রীতি ম্যাচে পরীক্ষা–নিরীক্ষা চালাবেন কোচরা। সে লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ১১ অক্টোবর। মায়ামিতে এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন দলটি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

আর্জেন্টিনার ম্যাচ

মাঝখানে দুই দিন বিরতির পর ১৪ অক্টোবর শিকাগোয় আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

এ দুটি ম্যাচের জন্য তিন দিন আগেই ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তাঁর স্কোয়াডে বেশির ভাগ পরিচিত মুখের পাশাপাশি চমকও আছে। রেসিংয়ের ২৮ বছর বয়সী গোলকিপার ফাকুন্দো ক্যামবেসেস, রিভার প্লেট সেন্টার ব্যাক লাওতারো রিভেরো ও পালমেইরাস মিডফিল্ডার আনিবাল মোরেনো প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্জেন্টিনার স্কোয়াডে।

আরও পড়ুনবার্সেলোনা হারার পর ইউরোপে এখন অপরাজিত দল কারা২০ ঘণ্টা আগে

আর্জেন্টিনার মতো ব্রাজিলও অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। সিউলে ১০ অক্টোবর স্বাগতিক দক্ষিণ কোরিয়ার আতিথ্য গ্রহণ করবে কার্লো আনচেলত্তির দল। মাঝখানে তিন দিন বিরতির পর ১৪ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। জাপানের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মাঠে নামবে ব্রাজিল।

ব্রাজিলের ম্যাচ

এ দুটি ম্যাচের জন্য ১ অক্টোবর ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। নেইমারকে বাইরে রেখে রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রকে জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি।

আরও পড়ুনহলান্ডের গোলে সিটির জয় এবং গার্দিওলার কীর্তি০৫ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল সালাহর মিশর
  • বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ কোর্স, আবেদনের সুযোগ যাদের
  • টিএইচই র‌্যাঙ্কিং: দেশ সেরা ড্যাফোডিল, বিজ্ঞান-প্রযুক্তিতে যবিপ্র
  • জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে মুখোমুখি হবে না বাংলাদেশ-ফিলিস্তিন: পররাষ্ট্র উপদেষ্টা
  • বিশ্বকাপে জায়গা পেল সালাহর মিসর, রইল বাকি ২৯
  • নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত
  • এ মাসেই বিশ্বকাপের টিকিট পেতে পারে স্পেন–ফ্রান্স–পর্তুগালসহ যেসব দেশ
  • মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন
  • ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়