নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করা হয়। সামনে বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। শান্ত টেস্ট অধিনায়কত্বও ছেড়েছেন। তাহলে কী মিরাজকে টেস্ট অধিনায়কত্বও দেয়া হবে?
বিসিবি থেকে এরই মধ্যে একটি শর্ট লিস্ট করা হয়েছে। যেখানে নাম আছে মিরাজেরও। এছাড়া শান্ত, মুমিনুল ও লিটনের নামও আছে। কিছুদিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে কে হবেন অধিনায়ক।
আরো পড়ুন:
মাশরাফি ভাই ও তামিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছেন: মিরাজ
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ সমতায় দ.
শর্ট লিস্টে থাকা ক্রিকেটারদের সঙ্গে শিগগিরই বসবে বিসিবি। সেখানে তাদের টেস্ট ক্রিকেট নিয়ে ভাবনা, পরিকল্পনা, লক্ষ্য নিয়ে খোলাখুলি কথা বলবেন নীতি নির্ধারকরা।
তাদের সঙ্গে বসার আগেই শর্ট লিস্টে থাকা মিরাজের ভাবনার কথা জানা গেল। ওয়ানডে অধিনায়ক এখনই টেস্ট অধিনায়কদের দায়িত্ব নিতে প্রস্তুত আছে বলে জানালেন। বিসিবি থেকে প্রস্তাব এলে তা গ্রহণও করবেন তিনি।
গতকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের পর মিরাজ বলেছেন, ‘‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তারা কীভাবে কাকে চিন্তা করছে। যেহেতু আমি ওয়ানডে অধিনায়কত্ব করছি, যদি এরকম আসে (টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব), তাদের সঙ্গে আমি আলোচনা করব, তাদের পরিকল্পনা কী, আমি কীভাবে ভাবছি…।”
“যদি দেয় (টেস্ট নেতৃত্ব), অবশ্যই করব। তবে সেটার একটা পরিকল্পনা থাকতে হবে। তারা কীভাবে চায়, আমি কীভাবে জিনিসটাই চাই, দুই পক্ষ একসঙ্গে কথা বলে এবং মানসিকভাবে যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই সেটা ভালো হবে।” - যোগ করেন তিনি।
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মিরাজ এরই মধ্যে দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক ছিলেন তিনি। প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় ম্যাচে তার অধিনায়কত্বে দল জেতে।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাংবাদিক হেনস্তা: একজনকে শাস্তি দিল বিএনপি
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলের এক মাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিল্লালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
ডিভি লটারিতে বাংলাদেশের নাম না থাকা নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা
ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল পিআইবি
শুক্রবার (২৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনা ঘটে। ঘটনাটির তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন এক মাসের জন্য তার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে তিনি বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি