শেরপুরের নালিতাবাড়িতে নলকূপ খনন করার সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছেন এলাকাবাসী। উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে নলকূপ বোরিং করার সময় গ্যাস বেরিয়ে আসে বলে জানান তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গাছগড়া গ্রামে গিয়ে দেখা যায় অনেক মানুষ জটলা করে আছেন নূর মোহাম্মদের বাড়িতে। 

স্থানীয়রা জানান, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে মিস্ত্রিরা টিউবওয়েলের বোরিং শুরু করেন। দেড় ইঞ্চি পাইপ দিয়ে ৫৫ ফুট বোরিংয়ের পর পাইপ দিয়ে অনবরত গ্যাস আসতে থাকে। এরপর নতুন করে আরো দুইটি স্থানে ৪০ ফুট বোরিং করার পরেও গ্যাস পাওয়া যায়। পরে মিস্ত্রিরা দুইটি বোরিং মাটি চাপা দিয়ে রাখলেও একটি দিয়ে অনবরত গ্যাস বের হতে থাকে। এই গ্যাস দিয়ে গত ১০ দিন ধরে খাবার রান্না করছেন অনেকে।

বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন, “গ্যাস একটি ঝুকিপূর্ণ জিনিস। মাটির নিচে কি পরিমাণ গ্যাস আছে এটা তো বুঝা যায় না। এই আগুন যদি মানুষের ক্ষতি করে তাহলে তো বিপদ। সরকার যদি এই জায়গা খনন করে দেখতো, তাহলে আমি নিশ্চিন্ত হতাম। আমিতো ভয়ে আছি। কখন যে কোন বিপদ হয় আল্লাহ ভালো জানেন।”

স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন, “গ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ সরকারের। সাম্প্রতিক সময়ে পাশ্ববর্তী জামালপুরে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। এখানেও গ্যাস থাকতে পারে। তাই সরকারের এদিকে নজর দেওয়া দরকার। সরকার অনুসন্ধান করলে আমাদের সেই কাঙ্খিত সোনার হরিণ মিলতেও পারে।”

রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হযরত বলেন, “গ্যাস বের হওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসে আমি সত্যতা পেয়েছি। পরে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবগত করে ভিডিও পাঠিয়েছি। এই বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। কখন কি হয় বুঝা মুসকিল। দ্রুত সময়ের মধ্যে সরকারি ব্যবস্থা দরকার।”

নালিতাবাড়ির ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে অবগত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ সরক র

এছাড়াও পড়ুন:

পাহাড়ি ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন, ৭ জনের জেল-জরিমানা

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী ও হলহলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন:

ধামরাইয়ে অটো রাইস মিলে জরিমানা

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

অভিযান শেষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চারজন কারা ও অর্থদন্ড এবং তিনজনকে শুধু অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত দেউন্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে জসিম উদ্দিন (৪০), কাঠালবাড়ির সিরাজ মিয়ার ছেলে খয়ের মিয়া (৩১), আব্দুল গনির ছেলে আবু সায়েম (৪৭) ও হলদিউড়া গ্রামের ডেঙ্গু খানের ছেলে রউফ খানকে (৪৫) ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

এছাড়া হলহলিয়া গ্রামের ইন্তাজ উল্যার ছেলে ফারুক মিয়া (৫৫), কাঁঠালবাড়ী গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া (৪১) এবং দেউন্দির আইয়ুব আলীর ছেলে আলী হায়দরকে (৫৮) ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

জানা যায়, পাহাড়ি ছড়া থেকে ড্রেজার মেশিনে দেদারসে বালু উত্তোলন চলছে। ছড়ার তলদেশ খুঁড়ে বালু তোলায় সরু ছড়াটি পরিণত হয়েছে গভীর খাদে। বছরের পর বছর অনিয়ন্ত্রিত বালু তোলায় হুমকির মুখে পড়েছে পুরো এলাকা। নিয়মিত বালু তোলায় ছড়ার দুই তীরও ভেঙে পড়ছে, তৈরি হয়েছে ঘরবাড়ি ধসের ঝুঁকি।

হবিগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার কোনো পাহাড়ি ছড়ায় সিলিকা বালুর মহাল ইজারা দেওয়া হয়নি। তবুও এসব এলাকায় চলছে অবাধ বালু উত্তোলন।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে একাধিক বালু লুটের চক্র। তাদের নামে কথা বললেই হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়।

ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, “বুধবার ভোর থেকে অভিযান শুরু হয়। দীর্ঘ অভিযানে আটক সাতজনের মধ্যে চারজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং তিনজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “দণ্ডপ্রাপ্তদের বিকেলে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/মামুন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ফরিদপুরে বিচারগানের আয়োজন বন্ধ করে দিল প্রশাসন
  • পাহাড়ি ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন, ৭ জনের জেল-জরিমানা
  • ইউএনওকে বিভাগীয় কমিশনার, ‘এইটা তুমি জানো না, এইটা কেউই জানে না’
  • দেড় টন ইলিশসহ ৪৬ জেলে আটক, পাঁচজনকে কারাদণ্ড