বলিউডে এখন স্টার-কিডদের জয়জয়কার। তাদের ঘিরেই চলছে হইচই। কেউ প্রথম সারিতে, কেউ প্রস্তুতির ঘরেই। সারা আলী খান, জাহ্নবী কাপুর কিংবা অনন্যা পান্ডে ইতোমধ্যে লাইমলাইটে। এ তালিকায় নাম লেখাতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা, সঞ্জয়ের মেয়ে শানায়া কিংবা অক্ষয়ের ভাগ্নি সিমর। কিন্তু তালিকায় রয়েছেন আরো এক স্টার-কিড, তার নাম—নাওমিকা সরন।

বলিউডে পা না রাখলেও নাওমিকা নামটি এখন অপরিচিত নয়। রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার নাতনি রুপালি জগতে পা রাখার আগেই টিনসেল টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কয়েক দিন আগে ম্যাডক ফিল্মসের একটি গেট-টুগেদারে দেখা যায় নানি ডিম্পলের সঙ্গে। সেদিন যেন প্রমাণ দিলেন—স্টারডম তার জিনে।

আরো পড়ুন:

ফুটপাতের দোকানের জিনিস ছুড়ে ফেলছেন ক্ষুব্ধ খুশি, ভিডিও ভাইরাল

পঁয়ত্রিশে থেমে গেল গায়কের জীবন

 

রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার দুই কন্যা—টুইঙ্কেল খান্না, রিঙ্কি খান্না। নব্বই দশকের শেষের দিকে বলিউডে পা রাখেন রিঙ্কি। বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনকে বিয়ে করেন রিঙ্কি। ২০০৪ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান; যার নাম নাওমিকা সমির।

 

নাওমিকার বয়স এখন একুশ। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা টিশক স্কুল অব আর্টসে পড়াশোনা করেন এই তারকা সন্তান।

 

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন নাওমিকা। খুব শিগগির রুপালি জগতে তার অভিষেক ঘটবে। আর তার বিপরীতে অভিনয় করবেন বেদাং রায়না। একটি সূত্র বলেন—“প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।”

 

অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাডক ফিল্মসের ব্যানারে তৈরি হবে নাম ঠিক না হওয়া সিনেমাটি। এ সিনেমার জন্য গত কয়েক বছর ধরে বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন নাওমিকা। সেই অনুযায়ী তার ট্রেনিংও চলছে। অবশেষে চূড়ান্ত হয়েছে কথাবার্তা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হতে পারে।

 

এ সিনেমায় প্রাথমিকভাবে অগস্ত্য নন্দাকে মুখ্য চরিত্রে ভাবা হয়েছিল। যদিও পরে প্রজেক্টটি থেকে সরে যান তিনি। তারপরই প্রস্তাব যায় বেদাং রায়নার কাছে। এই মুহূর্তে ইমতিয়াজ আলী পরিচালিত একটি সিনেমার কাজে ব্যস্ত বেদাং। এরপরই নাওমিকার বিপরীতে শুটিং শুরু করবেন তিনি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত

এছাড়াও পড়ুন:

সাংবাদিক হেনস্তা: একজনকে শাস্তি দিল বিএনপি

বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলের এক মাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিল্লালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

ডিভি লটারিতে বাংলাদেশের নাম না থাকা নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা 

ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল পিআইবি

শুক্রবার (২৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনা ঘটে। ঘটনাটির তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন এক মাসের জন্য তার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে তিনি বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ