‘এর আগে এই কথা আমি কাউকে বলিনি। আইপিএলে নিজের প্রথম মৌসুমের পর স্বাস্থ্যগত সমস্যায় পড়ি। ফিট থাকতে চেয়েছি। কিন্তু আমার র‌্যাবডোমায়োলাইসিস ধরা পড়ে, যেটাতে পেশি ভেঙে যায়। তখন ঘরোয়ায় খেলে টেস্ট দলে জায়গা পাওয়ার লক্ষ্য ছিল।’

কথাগুলো ভারতের ব্যাটসম্যান তিলক বর্মার। ভারতের খ্যাতিমান সঞ্চালক গৌরব কাপুরের ইউটিউব শো ‘ব্রেকফাস্ট অব চ্যাম্পিয়নসে’ এই কথাগুলো বলেন গত মাসে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৬৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা তিলক। এই বিরল রোগে আক্রান্ত হওয়া নিয়ে গৌরব কাপুরের সঙ্গে আড্ডার মেজাজে তিনি খোলামেলা অনেক কথাই বলেছেন।

২০২২ সালে আইপিএলে নিজের প্রথম মৌসুম খেলার পর তিলকের শরীরে বিরল র‌্যাবডোমায়োলাইসিস রোগের অস্তিত্ব ধরা পড়ে। সে জন্য উন্নত মানের চিকিৎসার সুযোগ করে দেওয়ায় ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ানস এবং তার মালিক আকাশ আম্বানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিলক।

এশিয়া কাপ ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিলক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রথমার্ধে পিছিয়ে ঋতুপর্ণারা

১২ বছর পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আগের হিসাব পাল্টানোর স্বপ্ন ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের।

তবে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ম্যাচের প্রথমার্ধে সেই স্বপ্নে আপাতত ধাক্কা খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন ঋতুপর্ণা-আফঈদারা।

বাংলাদেশ নারী দল এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে। সেই ম্যাচে ৯–০ গোলের বড় হার দেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ এক যুগ পর আবারও মুখোমুখি দুই দল।

ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা ফল জানার। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথমার্ধেই স্বাগতিকরা এগিয়ে গেছে এক গোল করে।
এ ম্যাচ দিয়েই সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল।

একই সঙ্গে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হলো এই প্রীতি ম্যাচ দিয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩তম, বাংলাদেশ আছে ১০৪ নম্বরে। ম্যাচের আগে গোলকিপার রুপনা চাকমা বলেছিলেন, ‘অবশ্যই সেরাটা দিতে চাই, আমাদের লক্ষ্য জেতা।’

সম্পর্কিত নিবন্ধ