বিরামপুর রেলস্টেশনে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর সন্তান প্রসব
Published: 11th, November 2025 GMT
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী সন্তান প্রসব করেছেন।
সোমবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী, হাসপাতালে নিল পুলিশ
মঙ্গলবার (১১ নভেম্বর) বিরামপুর রেলস্টেশন মাস্টার কাজী ফয়েজ আলাউদ্দীন বলেন, “গতকাল রাতে স্টেশনে একজন মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বাচ্চা এবং মা দুজনেই ভালো আছেন। তারা বর্তমান হাসপাতালে ভর্তি আছেন।”
স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম জানান, গত তিন-চার মাস ধরে গর্ভবতী ওই নারীকে স্টেশনের প্লাটফর্মেই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। তিনি কারো সঙ্গে বেশি কথা বলতেন না এবং কারো কাছে কিছু চাইতেনও না। কেউ স্বেচ্ছায় খাবার দিলে তবেই খেতেন। তিনি একেবারে নিঃসঙ্গ অবস্থায় স্টেশনের প্লাটফর্মে বসবাস করছিলেন।
তিনি বলেন, “সোমবার রাতে সন্তান প্রসবের সময় আমরা আশপাশের বাড়ির কয়েকজন নারী মানবিক বিবেচনায় এগিয়ে আসি। নবজাতকের নাড়ি কেটে নিরাপদে আনার ব্যবস্থা করি। মা ও শিশুকে কাপড়, কম্বল এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। রাতে মা ও নবজাতককে সুরক্ষিত রাখি। বর্তমানে মা-সন্তান সুস্থ আছেন।”
সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে রেলস্টেশনে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকে শিশুটিকে দেখতে আসেন এবং আর্থিক সহায়তা দেন। শিশুটিকে দেখে অনেক নারী কোলে নেন। তবে, কেউই শিশুটির বাবার পরিচয় জানাতে পারেননি।
স্থানীয়দের মতে, মা ও নবজাতকের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সমাজসেবা দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো.
বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল বলেন, “বিরামপুর রেলস্টেশনে একজন মানসিক ভারসাম্যহীন নারী একটি কন্যা সন্তান প্রসব করেছেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আজকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশুকে ভর্তি করেছি। বর্তমান তারা ভালো আছেন। ইউএনও মহোদয় ট্রেনিংয়ে আছেন, উনি এলে শিশুটির মঙ্গলের জন্য একটা সুব্যবস্থা করা হবে।”
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, “বিষয়টি আমি জানি, আমি ট্রেনিংয়ে আছি। সমাজসেবা কর্মকর্তাকে শিশুটির বিষয়ে বলা আছে, উনি দেখবেন। আমি এসে ব্যবস্থা নেব।”
ঢাকা/মোসলেম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ জন ম দ
এছাড়াও পড়ুন:
গুলিতে নিহত মামুন কোর্টে গিয়েছিলেন হাজিরা দিতে
পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফ মামুন (৫৫)। তিনি একজন ব্যবসায়ী। হত্যা মামলায় হাজিরা দিতে তিনি কোর্টে গিয়েছিলেন।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে তাকে গুলি করে দুর্বত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়। তার বাবার নাম এসএম ইকবাল হোসেন। বাড্ডার আফতাবনগর এলাকায় একটি বাসায় স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে বসবাস করতেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে এসে দেখা যায় একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে আছেন।
“আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠানো হয়, পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন,” বলেন তিনি।
নিহতের স্ত্রী রিপা আক্তার বলেন, “আমার স্বামী আজ কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা আমার স্বামীকে গুলি করে। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পাই।”
রিপা আক্তার বলেন, “আমার স্বামী বিএনপি সমর্থক ছিলেন এবং পাশাপাশি ব্যবসা করতেন তিনি।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/ইভা