পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় জুয়েলারি দোকানের মালিকের বাসায় দুর্বৃত্তরা হামলা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে শহরের চিংগড়িয়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মহাদেব কর্মকার। তিনি কলাপাড়া পৌর শহরের ঐশী জুয়েলারির মালিক। ঘটনার সময় মহাদেব কর্মকার বাসায় ছিলেন না। তিনি সস্ত্রীক বিদেশে রয়েছেন।

বাসার লোকজন জানান, বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন দরজায় নক করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনজন বাসার মধ্যে ঢুকে পড়ে। তারা গৃহবধূ অর্পিতা সরকারসহ দুজনকে বেঁধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ৬০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

অর্পিতা সরকার বলেন, ‘দলে তারা তিনজন ছিল। ঘর ভাড়া নেওয়ার কথা বলে ওরা দরজায় নক করেছে। আমরা কিছুই বুঝতে পারিনি। দরজা খুলতেই আচমকা আমাকে লাথি, কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আমার চোখ, মুখ ও হাত বেঁধে ফেলে। ঘরে আমার খালাশাশুড়ি ছিলেন। তাঁকেও জিম্মি করে ফেলে।’

এদিকে এ ঘটনার খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম রাতেই ওই বাড়িতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির জন্য তিনজন ওই বাসায় ঢুকেছিল। স্বর্ণালংকার, টাকাপয়সা কী চুরি হয়েছে, তা জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ