‘ঘুষ গ্রহণের সময়’ ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে হাতেনাতে আটক করেছে দুদক। মঙ্গলবার দুপুরে শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক।

তিনি জানান, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। 

দুদক জানায়, ফারুক আহমেদ পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মিরানা মাহজাবিন সরকারের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ভুক্তভোগী বিষয়টি দুদককে জানায়।

ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিতে চান ফারুক আহমেদ। পরবর্তীতে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগ্রহ করা হয়। যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। পরে দুদকের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়, জানায় দুদক।

দুদক আরও জানায়, দুপুরে ঘুষের ৫০ হাজার টাকা নেওয়ার সময় ফারুক আহমেদকে হাতেনাতে আটক করা হয়।

উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে দুদক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়। খবর হিন্দুস্তান টাইমসের

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ