সিটিতে ৪০ মিলিয়নের ব্রাজিলিয়ান, ভাগ্য ফিরবে গার্দিওলার
Published: 16th, January 2025 GMT
বড় বড় চোখে গোলরক্ষক স্টিফান ওর্তেগার কাঁধ ঝাঁকিয়ে নিজের রাগ ঝাড়ছিলেন পেপ গার্দিওলা। ২-০ গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের দুই মিনিটে ম্যাচ ২-২-এ সমতা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে এই ফল ঠিক মেনে নিতে পারছিলেন না সিটির স্প্যানিশ কোচ। সে কারণেই ম্যাচের পর গোলরক্ষককে ক্ষিপ্ত হয়ে কিছু বলছিলেন। কী বলছিলেন? সেটা দূর থেকে শোনা যায়নি।
তবে ব্রিটিশ মিডিয়াগুলো লিপ রিডারদের কাছ থেকে সেই না শোনা কথাগুলো শুনে নিয়েছে। ‘টেক দ্যাট ইয়েলো’ গার্দিওলা আসলে ওর্তেগাকে বোঝাতে চাচ্ছিলেন, শেষের দিকে কেন সময়ক্ষেপণ করোনি, প্রয়োজনে হলুদ কার্ড পেতে! আসলে ম্যাচ জয়ের জন্য পেপ এতটাই মরিয়া, নেতিবাচক কৌশল নিতেও তিনি এখন পিছপা হন না।
তাঁর আক্ষেপ, দলের রক্ষণ দুর্বল হয়ে পড়েছে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে। আর সে কারণেই ব্রাজিলের নতুন এক সেনসেশন বছর উনিশের সেন্টার ব্যাক ভেটর রেইসকে ৪ কোটি ইউরো দিয়ে দলে ভেড়াচ্ছেন। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ।
বিসিবি স্পোর্টসের খবর, এরই মধ্যে সাও পাওলো থেকে ম্যানচেস্টারের পথে রয়েছেন তিনি। বৃহস্পতিবার মেডিকেলে সম্পন্ন করে সেরে ফেলতে পারেন চুক্তির কাজ। আগামী রোববার ইপসউইচের বিপক্ষেই হয়তো পেপ গার্দিওলা তাঁকে মাঠে নামিয়ে দেবেন।
এদিন ব্রেন্টফোর্ডের মাঠে ৬৬ এবং ৭৮ মিনিটে ফোডেনের জোড়া গোলে এগিয়ে যায় সিটি। আগের মৌসুমেও এই মাঠে ফোডেন হ্যাটট্রিক করেছিলেন। গ্যালারি যখন ধরেই নিয়েছে জিততে চলেছে সিটি, তখনই ৮২ মিনিটে প্রথম গোল খেয়ে যান ওর্তেগা। সিটি কোচ গার্দিওলার দুঃখ, রক্ষণের কিছু ভুলে তাদের বারবার খেসারত দিতে হচ্ছে ‘আমাদের এখন ভিন্ন ধরনের ফুটবলার নিয়ে খেলতে হচ্ছে। শেষ পর্যন্ত আমরা পরিস্থিতি সামলাতে পারিনি। প্রতিপক্ষ ছয়-সাত ফুটবলার বক্সে রেখেছে। তারা আমাদের চেয়ে শক্তিশালী ছিল।’
আসলে ২০২৪-২৫ মৌসুমে সব ম্যাচ মিলিয়ে এরই মধ্যে ৪২ গোল হজম করে ফেলেছে সিটি। চোটের কারণে দুই সেন্টার ব্যাক জন স্টোনস ও রুবেন দিয়াজ মাঠের বাইরে। কাইল ওয়াকারও ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। তাই রেইসের মতো একজন প্রতিভাবানকেই খুঁজছিলেন গার্দিওলা।
ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই রেইস। ব্রাজিলের অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের হয়ে ১৬ ম্যাচ খেলেছেন। পালমেইরাসের হয়ে এরই মধ্যে ২২ ম্যাচ খেলেছেন যেখানে ১৮ ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। দুর্দান্ত ফুটবলশৈলীর এই ব্রাজিলিয়ানের দিকে রিয়াল মাদ্রিদেরও চোখ ছিল, কথা হচ্ছিল ম্যানইউর সঙ্গেও। কিন্তু তাদের সবাইকে টেক্কা দিয়েই অবশেষে রেইসকে পেয়েছে সিটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শুল্ক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে বড় অনিশ্চয়তা থেকে রেহাই পেল বাংলাদেশ
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ আগস্ট সময়সীমার আগেই বাংলাদেশের ওপর ধার্য করা পাল্টা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাংলাদেশ বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছে।
তৃতীয় দফার আলোচনা শেষে ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ডিসি থেকে খলিলুর রহমান প্রথম আলোকে এ কথা বলেন।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও ছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই শুল্কহার ঘোষণা করা হয়। সর্বশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসেবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হলো।
আরও পড়ুন১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ ৬ ঘণ্টা আগেখলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ট্রাম্প প্রশাসন ১ আগস্ট সময়সীমার আগেই বাংলাদেশের ওপর ধার্য করা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমরা বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছি। ওই সময়সীমার মধ্যে শুল্কসংক্রান্ত জটিল আলোচনা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম। তা না হলে আমরা এ সিদ্ধান্তটি পেতাম না; এবং গত এপ্রিলে ধার্য করা ৩৫ শতাংশ শুল্কের গুরুভার আমাদের বহন করে যেতে হতো।’
আরও পড়ুনরপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা৪ ঘণ্টা আগেখলিলুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প ২০ শতাংশ শুল্ক ধার্য করেছেন, যা আমাদের প্রধান প্রতিযোগী দেশগুলোর সমান অথবা যত্সামান্য বেশি; এবং ভারতের থেকে ৫ শতাংশ কম। সুতরাং আমেরিকার বাজারে আমাদের রপ্তানি পণ্য প্রতিযোগিতামূলক থাকবে। তৈরি পোশাকশিল্প ও এর ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য এটি অত্যন্ত স্বস্তিকর ঘটনা।’
আরও পড়ুনএটা আমাদের পোশাক খাতের ওপর নির্ভরশীল লাখো মানুষের জন্য সুসংবাদ: খলিলুর রহমান২ ঘণ্টা আগে