সদ্য সেঞ্চুরির রেকর্ড গড়া লিটন দাস, যিনি দলের প্রথম জয়ে রেখেছিলেন বড় ভূমিকা, মাত্র এক ম্যাচ পরেই গ্যালারির অপমানজনক স্লোগানের শিকার হলেন। চট্টগ্রামের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারায় দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখোমুখি হতে হয় তাকে।  

গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন ১৭ বলে ১৩ রান করে আউট হন। তার দল হারে ৮ উইকেটের বড় ব্যবধানে। এরপর ফিল্ডিংয়ের সময় গ্যালারি থেকে ভেসে আসে অবমাননাকর স্লোগান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সীমানার কাছে দাঁড়িয়ে থাকা লিটন ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে পেছন ফিরে তাকান। কোনো প্রতিক্রিয়া না দেখালেও তার চেহারায় ফুটে ওঠে অসহায় ভাব।  

প্রশ্ন উঠেছে, মাত্র এক ম্যাচের পারফরম্যান্স ভুলে গিয়ে কীভাবে দর্শকরা একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ দেখাতে পারেন? অনেকে এ ঘটনায় দেশের ক্রিকেট সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।  চট্টগ্রামের অনেক সমর্থক ঘটনার জন্য লিটনের কাছে সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তারা লিখেছেন, ‘চট্টগ্রামের মানুষ এমন নয়। আমরা লিটনের প্রতি সম্মান জানাই।’  

ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা করুন, কিন্তু কাউকে অপমান করার অধিকার নেই। লিটনের জায়গায় নিজেকে রাখুন। যদি এমন আচরণের শিকার হতেন, তবে আপনার কেমন লাগত?’  

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার তীব্র সমালোচনা চলছে। লিটনের প্রতি এমন আচরণে ক্রিকেটপ্রেমীদের আরো দায়িত্বশীল হতে হবে বলে মত দিচ্ছেন অনেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স ল টন র

এছাড়াও পড়ুন:

ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে উড়োজাহাজে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে ৪১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগোগামী একটি ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম অভয় নায়েক। তিনি লন্ডনের কাছে বেডফোর্ডশায়ারের লুটন শহরের বাসিন্দা।

অভয় নায়েক ইজিজেট ফ্লাইটে হামলা ও যাত্রীদের নিরাপত্তাঝুঁকিতে ফেলার মতো আচরণ করেছেন। তিনি উড়োজাহাজে বোমা ফাটানোর হুমকি দিয়েছিলেন। তিনি মাঝ আকাশে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দিয়ে চিৎকার করেছিলেন, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ওই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অভয় নায়েক স্লোগান দিচ্ছেন, ‘আমেরিকার পতন হোক’, ‘ট্রাম্পের পতন হোক’। এরপরই তিনি ‘আল্লাহু আকবর’ (যার অর্থ ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ’) বলে স্লোগান দেন। পরে দুজন ব্যক্তি তাঁকে কাবু করে উড়োজাহাজের মেঝেতে ফেলে দেন।

ওই ব্যক্তির নাম অভয় নায়েক। তিনি কোন ধর্মের অনুসারী, সে ব্যাপারে তাৎক্ষিণক কিছু জানা যায়নি।

ওই ব্যক্তির এমন আচরণের পর পাইলটরা বাধ্য হয়ে গ্লাসগোতে জরুরি অবতরণ করেন। সেখানেই স্কটিশ পুলিশ এসে অভয় নায়েককে গ্রেপ্তার করে।

স্কটল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘গত রোববার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে গ্লাসগোতে পৌঁছানো ইজিজেটের একটি ফ্লাইটে এক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এমন খবর পেয়ে আমরা সেখানে যাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, ঘটনাটি এককভাবে ওই ব্যক্তির, অন্য কেউ জড়িত নন। যেসব ভিডিও অনলাইনে ছড়িয়েছে, সেগুলো সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা খতিয়ে দেখছেন।’

উড়োজাহাজ অবতরণের পরই অভয় নায়েককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আক্রমণ ও যাত্রীদের নিরাপত্তাঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি।

ইজিজেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেপরোয়া আচরণের কারণে একজন যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করছি।’

পাইসলি শেরিফ আদালতে হাজিরার সময় অভয় নায়েক কোনো বক্তব্য দেননি। তাঁকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে তাঁকে আবার আদালতে হাজির করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ত্রাণ নেওয়ার কয়েক মিনিট পর হত্যা করা হয় ক্ষুধার্ত শিশুটিকে: সাবেক মার্কিন সেনা কর্মকর্তা
  • থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি
  • থানায় হয়রানিমুক্ত সেবা দেওয়ার আহ্বান আইজিপির
  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ট্রাম্পবিরোধী স্লোগান দিয়ে উড়োজাহাজে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক
  • শিক্ষার গতিপথ ও উন্নয়ন নিয়ে ঢাবিতে সেমিনার
  • ‘আমি কী অপরাধ করেছি’— সবাই জানেন শিরোনামটা...
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ