গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, “গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সমৃদ্ধ করতে একটি কার্যকর প্রেস কাউন্সিল গঠন করা হবে। বর্তমান প্রেস কাউন্সিল পত্রিকা বন্ধের মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল, যা পরিবর্তন করে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

রবিবার (১৯ জানুয়ারি) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

কামাল আহমেদ বলেন, “শক্তিশালী ও কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক, পাঠক, শ্রোতা ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করা হবে। কেউ যদি সংবাদ প্রকাশের কারণে হয়রানির শিকার হন, তাহলে প্রেস কাউন্সিল থেকে প্রতিকার পাওয়ার ব্যবস্থা থাকবে।”

আরো পড়ুন:

হাসিনা সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করেছে: প্রেস সচিব

স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার: কামাল আহমেদ

তিনি আরো বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে প্রেস কাউন্সিল বিভিন্ন নামে পরিচিত। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এটির নামকরণ এবং কাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি অনেকেই স্থায়ী মিডিয়া কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যা নিয়ে কমিশন চিন্তাভাবনা করছে।”

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি কার্যকর প্রেস কাউন্সিল গঠন সময়ের দাবি উল্লেখ করে কামাল আহমেদ বলেন, “এটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ম ল আহম দ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ