বন্দরে  দুই বন্ধুকে রাস্তা থেকে তুলে নিয়ে  হত্যার উদ্দেশ্য বেদমভাবে কুপিয়ে মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) দুপুরে আহতের নানা ইকবাল হোসেন বাদী হয়ে হামলাকারি সন্ত্রাসী রাকিব,সুলতান ও আরিফের নাম উল্লেখ্য করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

সন্ত্রাসী হামলায় জখমপ্রাপ্তরা হলো মারুফ (১৮) ও আব্দুল্লাহ (১৭)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টায় বন্দর উপজেলার মুখফুলদী স্কুল সংলগ্ন সারজাহান মিয়ার দোকানের সামনে  এ ঘটনাটি ঘটে।

অভিযোগের বাদী ইকবাল হোসেন জানান, আমার নাতি মারুফ বিসমিল্লাহ হোসিয়ারীতে চাকুরি করে আসছিল। গত ১ মাস পূর্ব  মারুফ উক্ত চাকুরী ছেড়ে দিয়ে নতুন চাকুরীতে যোগদান করে। 

চাকুরী ছাড়া বিষয় নিয়ে মারুফের সাথে কলাগাছিয়া ইউনিয়নের ২নং নয়ানগর এলাকার মুখলেছ মিয়ার ছেলে রাকিবের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টায় মারুফ ও তার বন্ধু আব্দুল্লাহ গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মুখফুলদী স্কুলের সামনে আসলে ওই সময় উৎপেতে থাকা ২নং নয়ানগর এলাকার মুখলেছ মিয়ার ছেলে রাকিব একই এলাকার হামিদ মিয়ার ছেলে সুলতান ও রাজা মিয়ার ছেলে আরিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আমার নাতি মারুফ ও তার বন্ধুকে মুখ চেপে ধরে রাস্তা থেকে জোর পূর্বক অপহরণ করে। 

পরে উল্লেখিতরা মারুফ ও তার বন্ধুকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে  পিটিয়ে ও কুপিয়ে  ভিভো মোবাইল সেট ও নগদ ৬ হাজার ৩'শ টাকা ছিনিয়ে নেয়। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ বন ধ ক

এছাড়াও পড়ুন:

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।

সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সম্পর্কিত নিবন্ধ