কুয়াশার চাদর
রাশেদ আহমেদ
স্নিগ্ধ সকাল জাগে কুয়াশার চাদরে,
মাঠভরা ধান গুমরে মরমে,
নদীর তীরে ঝুলে থাকে ধোঁয়া,
যেন প্রকৃতি দেয় নিঃশব্দ চিৎকার।
গাছের পাতায় জমে শিশিরের বিন্দু,
কুয়াশায় ঢেকে দেয় মাটির গন্ধ।
সূর্যের আলো ফুটে ধীরে ধীরে,
সবুজ মাঠ হাসে সোনার শিখরে।
মানুষের চোখে স্বপ্নের মায়া,
কুয়াশা ঢেকে দেয় যত কষ্টের ছায়া।
আবরণ এ যেন প্রকৃতির খেলা,
শীতের দিনে কুয়াশারই ভেলা।
তোমার মনে যদি হারানোর বেদন,
কুয়াশার চাদরে খুঁজে নাও সুধা।
শীতল সকাল, স্নিগ্ধ অনুভব,
প্রকৃতি জানায় শান্তির আহ্বান।
মাঘের শীত
শাহানাজ শিউলী
দিবানিশি কাঁপছে মানুষ
কাঁপছে শীতে দেশ,
ঠান্ডা হাওয়া কনকনে শীত
এই তো মাঘের বেশ।
প্রভাত রবি পড়ল ঢাকা
কুজঝটিকার ঘোরে,
পাতায় পাতায় শিশির নীহার
পড়ছে হিমেল ভোরে।
হিমেল বাতাস শীতের জ্বালা
বাড়ছে দিনে দিনে,
অসহায় মানুষ কাঁপছে শীতে
গরম কাপড় বিনে।
ভেজা ভেজা শিশির ছোঁয়ায়
গা শিউরে ওঠে,
একটুখানি রোদের আশায়
খোকা-খুকি ছোটে।
শীতের ভয়ে লুকিয়ে এখন
থাকছে বনের বাঘ,
নাও না বিদায় এবার তুমি
শীতের মাসি মাঘ।
ভালোবাসার খোঁজ
মকবুল মজুমদার
ভালোবাসার মানুষ আমি
কোথায় খুঁজে পাই,
ভালোবাসা ছাড়া ভবে
আর কিছু না চাই।
বিধি, ভালোবাসার মাঝে আমি
বেঁচে থাকতে চাই।
জনম গেল হেলায়-খেলায়
আপন মানুষের ছলনায়,
দিন-বসন্ত গেল চলে
ফিরে কি পাব তায়!
বিধি, ভালোবাসার সুহৃদ আমি
খুঁজি-ফিরি তাই।
মিছে ভালোবাসা দিয়ে
জীবন-ক্ষণ নিল কেড়ে
এমনি করে আর কতকাল
বাঁচব এই ধরায়।
বিধি, স্রষ্টার ভালোবাসা নিয়ে
বেঁচে থাকতে চাই।
আলোর ভুবন
এসডি সুব্রত
কেউবা কানা মনের চোখে
কেউ স্বার্থের টানে
দলকানা আর মনকানায়
বসায় হাটবাজার
বেচাকেনা হয় সেথায়
অন্ধকার গোপন কোণে।
কানায় কানায় এক হলে
আলোর পথ হয় রুদ্ধ,
মনকানাদের মনের কালো
ঢেকে রাখে সকল আলো
আলোর ভুবন আঁধার করে
মনকানারা সংগোপনে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে। খবর বলিউড হাঙ্গামার
সমন জারির পরও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।
মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে