Samakal:
2025-11-04@07:13:35 GMT

কবিতা

Published: 20th, January 2025 GMT

কবিতা

কুয়াশার চাদর
রাশেদ আহমেদ

স্নিগ্ধ সকাল জাগে কুয়াশার চাদরে,
মাঠভরা ধান গুমরে মরমে, 
নদীর তীরে ঝুলে থাকে ধোঁয়া,
যেন প্রকৃতি দেয় নিঃশব্দ চিৎকার।

গাছের পাতায় জমে শিশিরের বিন্দু,
কুয়াশায় ঢেকে দেয় মাটির গন্ধ।
সূর্যের আলো ফুটে ধীরে ধীরে,
সবুজ মাঠ হাসে সোনার শিখরে।

মানুষের চোখে স্বপ্নের মায়া,
কুয়াশা ঢেকে দেয় যত কষ্টের ছায়া।
আবরণ এ যেন প্রকৃতির খেলা,
শীতের দিনে কুয়াশারই ভেলা।

তোমার মনে যদি হারানোর বেদন,
কুয়াশার চাদরে খুঁজে নাও সুধা।
শীতল সকাল, স্নিগ্ধ অনুভব,
প্রকৃতি জানায় শান্তির আহ্বান।

 

 

মাঘের শীত
শাহানাজ শিউলী

দিবানিশি কাঁপছে মানুষ
কাঁপছে শীতে দেশ,
ঠান্ডা হাওয়া কনকনে শীত
এই তো মাঘের বেশ। 

প্রভাত রবি পড়ল ঢাকা 
কুজঝটিকার ঘোরে, 
পাতায় পাতায় শিশির নীহার 
পড়ছে হিমেল ভোরে। 

হিমেল বাতাস শীতের জ্বালা
বাড়ছে দিনে দিনে, 
অসহায় মানুষ কাঁপছে শীতে 
গরম কাপড় বিনে। 

ভেজা ভেজা শিশির ছোঁয়ায় 
গা শিউরে ওঠে, 
একটুখানি রোদের আশায় 
খোকা-খুকি ছোটে। 

শীতের ভয়ে লুকিয়ে এখন 
থাকছে বনের বাঘ,
নাও না বিদায় এবার তুমি
শীতের মাসি মাঘ।

 

ভালোবাসার খোঁজ
মকবুল মজুমদার

ভালোবাসার মানুষ আমি
কোথায় খুঁজে পাই,
ভালোবাসা ছাড়া ভবে
আর কিছু না চাই।
বিধি, ভালোবাসার মাঝে আমি
বেঁচে থাকতে চাই।
জনম গেল হেলায়-খেলায়
আপন মানুষের ছলনায়,
দিন-বসন্ত গেল চলে
ফিরে কি পাব তায়!
বিধি, ভালোবাসার সুহৃদ আমি
খুঁজি-ফিরি তাই।
মিছে ভালোবাসা দিয়ে
জীবন-ক্ষণ নিল কেড়ে
এমনি করে আর কতকাল
বাঁচব এই ধরায়।
বিধি, স্রষ্টার ভালোবাসা নিয়ে
বেঁচে থাকতে চাই।

 

 

আলোর ভুবন 
এসডি সুব্রত

কেউবা কানা মনের চোখে
কেউ স্বার্থের টানে
দলকানা আর মনকানায়
বসায় হাটবাজার
বেচাকেনা হয় সেথায় 
অন্ধকার গোপন কোণে।
কানায় কানায় এক হলে
আলোর পথ হয় রুদ্ধ, 
মনকানাদের মনের কালো
ঢেকে রাখে সকল আলো 
আলোর ভুবন আঁধার করে
মনকানারা সংগোপনে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গাংনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় গাংনী বাজারে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বিএনপির উপজেলা কার্যালয়ে হামলা এবং মোটরসাইকেল ও চেয়ারসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

আরো পড়ুন:

ভাঙ্গায় চার গ্রামের সংঘর্ষে আহত ৬০

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

গতকাল সোমবার মেহেরপুর-২ আসনে আমজাদ হোসেনকে বিএনপি মনোনয়ন দেওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরেই আজ সংঘর্ষ হয়।

মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন অভিযোগ করেছেন, মনোনয়নবঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। হামলায় অন্তত বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।

আমজাদ হোসেনের সমর্থকরা অভিযোগ করেছেন, প্রথমে মিল্টনের সমর্থকরা একতরফাভাবে হামলা করলেও আইনশৃঙ্খলা বাহিনী দর্শকের ভূমিকা পালন করেছে।

অন্যদিকে, মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু অভিযোগ করেছেন, আমজাদ হোসেনের লোকজন তাদের অফিস ভাঙচুর করেছেন।

ঢাকা/ফারুক/রফিক

সম্পর্কিত নিবন্ধ