Samakal:
2025-09-18@09:59:47 GMT

কবিতা

Published: 20th, January 2025 GMT

কবিতা

কুয়াশার চাদর
রাশেদ আহমেদ

স্নিগ্ধ সকাল জাগে কুয়াশার চাদরে,
মাঠভরা ধান গুমরে মরমে, 
নদীর তীরে ঝুলে থাকে ধোঁয়া,
যেন প্রকৃতি দেয় নিঃশব্দ চিৎকার।

গাছের পাতায় জমে শিশিরের বিন্দু,
কুয়াশায় ঢেকে দেয় মাটির গন্ধ।
সূর্যের আলো ফুটে ধীরে ধীরে,
সবুজ মাঠ হাসে সোনার শিখরে।

মানুষের চোখে স্বপ্নের মায়া,
কুয়াশা ঢেকে দেয় যত কষ্টের ছায়া।
আবরণ এ যেন প্রকৃতির খেলা,
শীতের দিনে কুয়াশারই ভেলা।

তোমার মনে যদি হারানোর বেদন,
কুয়াশার চাদরে খুঁজে নাও সুধা।
শীতল সকাল, স্নিগ্ধ অনুভব,
প্রকৃতি জানায় শান্তির আহ্বান।

 

 

মাঘের শীত
শাহানাজ শিউলী

দিবানিশি কাঁপছে মানুষ
কাঁপছে শীতে দেশ,
ঠান্ডা হাওয়া কনকনে শীত
এই তো মাঘের বেশ। 

প্রভাত রবি পড়ল ঢাকা 
কুজঝটিকার ঘোরে, 
পাতায় পাতায় শিশির নীহার 
পড়ছে হিমেল ভোরে। 

হিমেল বাতাস শীতের জ্বালা
বাড়ছে দিনে দিনে, 
অসহায় মানুষ কাঁপছে শীতে 
গরম কাপড় বিনে। 

ভেজা ভেজা শিশির ছোঁয়ায় 
গা শিউরে ওঠে, 
একটুখানি রোদের আশায় 
খোকা-খুকি ছোটে। 

শীতের ভয়ে লুকিয়ে এখন 
থাকছে বনের বাঘ,
নাও না বিদায় এবার তুমি
শীতের মাসি মাঘ।

 

ভালোবাসার খোঁজ
মকবুল মজুমদার

ভালোবাসার মানুষ আমি
কোথায় খুঁজে পাই,
ভালোবাসা ছাড়া ভবে
আর কিছু না চাই।
বিধি, ভালোবাসার মাঝে আমি
বেঁচে থাকতে চাই।
জনম গেল হেলায়-খেলায়
আপন মানুষের ছলনায়,
দিন-বসন্ত গেল চলে
ফিরে কি পাব তায়!
বিধি, ভালোবাসার সুহৃদ আমি
খুঁজি-ফিরি তাই।
মিছে ভালোবাসা দিয়ে
জীবন-ক্ষণ নিল কেড়ে
এমনি করে আর কতকাল
বাঁচব এই ধরায়।
বিধি, স্রষ্টার ভালোবাসা নিয়ে
বেঁচে থাকতে চাই।

 

 

আলোর ভুবন 
এসডি সুব্রত

কেউবা কানা মনের চোখে
কেউ স্বার্থের টানে
দলকানা আর মনকানায়
বসায় হাটবাজার
বেচাকেনা হয় সেথায় 
অন্ধকার গোপন কোণে।
কানায় কানায় এক হলে
আলোর পথ হয় রুদ্ধ, 
মনকানাদের মনের কালো
ঢেকে রাখে সকল আলো 
আলোর ভুবন আঁধার করে
মনকানারা সংগোপনে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ