Samakal:
2025-11-05@04:53:15 GMT

কবিতা

Published: 20th, January 2025 GMT

কবিতা

কুয়াশার চাদর
রাশেদ আহমেদ

স্নিগ্ধ সকাল জাগে কুয়াশার চাদরে,
মাঠভরা ধান গুমরে মরমে, 
নদীর তীরে ঝুলে থাকে ধোঁয়া,
যেন প্রকৃতি দেয় নিঃশব্দ চিৎকার।

গাছের পাতায় জমে শিশিরের বিন্দু,
কুয়াশায় ঢেকে দেয় মাটির গন্ধ।
সূর্যের আলো ফুটে ধীরে ধীরে,
সবুজ মাঠ হাসে সোনার শিখরে।

মানুষের চোখে স্বপ্নের মায়া,
কুয়াশা ঢেকে দেয় যত কষ্টের ছায়া।
আবরণ এ যেন প্রকৃতির খেলা,
শীতের দিনে কুয়াশারই ভেলা।

তোমার মনে যদি হারানোর বেদন,
কুয়াশার চাদরে খুঁজে নাও সুধা।
শীতল সকাল, স্নিগ্ধ অনুভব,
প্রকৃতি জানায় শান্তির আহ্বান।

 

 

মাঘের শীত
শাহানাজ শিউলী

দিবানিশি কাঁপছে মানুষ
কাঁপছে শীতে দেশ,
ঠান্ডা হাওয়া কনকনে শীত
এই তো মাঘের বেশ। 

প্রভাত রবি পড়ল ঢাকা 
কুজঝটিকার ঘোরে, 
পাতায় পাতায় শিশির নীহার 
পড়ছে হিমেল ভোরে। 

হিমেল বাতাস শীতের জ্বালা
বাড়ছে দিনে দিনে, 
অসহায় মানুষ কাঁপছে শীতে 
গরম কাপড় বিনে। 

ভেজা ভেজা শিশির ছোঁয়ায় 
গা শিউরে ওঠে, 
একটুখানি রোদের আশায় 
খোকা-খুকি ছোটে। 

শীতের ভয়ে লুকিয়ে এখন 
থাকছে বনের বাঘ,
নাও না বিদায় এবার তুমি
শীতের মাসি মাঘ।

 

ভালোবাসার খোঁজ
মকবুল মজুমদার

ভালোবাসার মানুষ আমি
কোথায় খুঁজে পাই,
ভালোবাসা ছাড়া ভবে
আর কিছু না চাই।
বিধি, ভালোবাসার মাঝে আমি
বেঁচে থাকতে চাই।
জনম গেল হেলায়-খেলায়
আপন মানুষের ছলনায়,
দিন-বসন্ত গেল চলে
ফিরে কি পাব তায়!
বিধি, ভালোবাসার সুহৃদ আমি
খুঁজি-ফিরি তাই।
মিছে ভালোবাসা দিয়ে
জীবন-ক্ষণ নিল কেড়ে
এমনি করে আর কতকাল
বাঁচব এই ধরায়।
বিধি, স্রষ্টার ভালোবাসা নিয়ে
বেঁচে থাকতে চাই।

 

 

আলোর ভুবন 
এসডি সুব্রত

কেউবা কানা মনের চোখে
কেউ স্বার্থের টানে
দলকানা আর মনকানায়
বসায় হাটবাজার
বেচাকেনা হয় সেথায় 
অন্ধকার গোপন কোণে।
কানায় কানায় এক হলে
আলোর পথ হয় রুদ্ধ, 
মনকানাদের মনের কালো
ঢেকে রাখে সকল আলো 
আলোর ভুবন আঁধার করে
মনকানারা সংগোপনে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ