চলতি বছরের জুনে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম নিলাম আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এ তথ্য জানান।

তিনি বলেন, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতকে উন্নত করতে এবং ৫জি প্রযুক্তির দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করবে।

৭০০ মেগাহার্টজ ব্যান্ড একটি নিম্ন-ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, যা দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণে বিশেষভাবে কার্যকর। এটি প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে।

বিশেষজ্ঞদের মতে, এই ব্যান্ডের ব্যবহারে সেবা প্রদানকারীদের খরচ কম হবে, যা সাশ্রয়ী টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

বিটিআরসি চেয়ারম্যান জানান, নিলামের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। এই নীতিমালায় অপারেটরদের প্রয়োজন, বাজারের চাহিদা এবং প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়ন বিবেচনায় রাখা হবে।

তিনি আরও বলেন, ‘স্পেকট্রাম নিলামের মাধ্যমে টেলিকম খাতের উন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। ৫জি নেটওয়ার্ক বাস্তবায়নকে ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ট আরস ব ট আরস

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ