ট্রাম্প এক সপ্তাহে যা করেছেন, বাইডেন চার বছরেও তা করতে পারেননি: ভ্যান্স
Published: 26th, January 2025 GMT
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রশংসা করেছেন। ভ্যান্স জানান, 'ট্রাম্প এক সপ্তাহে যা করে দেখিয়েছেন, বাইডেন চার বছরে তা করতে পারেননি'। তিনি ট্রাম্পের রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারির দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন।খবর- বিবিসি
ভ্যান্স বলেন, 'এটি একটি অবিশ্বাস্য কাজের উদাহরণ'। তিনি উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন বাইডেনের সময়কালের অপ্রয়োজনীয় নীতিমালাগুলো বাতিল করার দিকে মনোযোগ দিয়েছে। যদিও তিনি বাইডেন প্রশাসনের উদ্দেশ্য করে বলেন, যদিও তাদের ক্ষতি ঠিক করা সহজ নয়, তবুও ট্রাম্পের গৃহীত পদক্ষেপ নিয়ে তিনি আশাবাদী।
ভ্যান্স যোগ করেন, 'আমরা অনেক কিছু করেছি এবং আমি মনে করি প্রেসিডেন্ট প্রশংসার যোগ্য, কারণ তিনি জনগণের ম্যান্ডেটকে কাজে লাগিয়ে বাস্তব পদক্ষেপ নিচ্ছেন'। তিনি হোয়াইট হাউসে বসে সময় নষ্ট করছেন না। তিনি আমেরিকার জনগণের কাজ করছেন, এবং আমি মনে করি, এর ভালো প্রভাব শীঘ্রই দেখা যাবে।'
যদিও বিশেষ কোনো অর্জনের তিনি বিস্তারিত উল্লেখ করেননি, তবে ভ্যান্সের মন্তব্য ট্রাম্প প্রশাসনের কর্মসূচি এবং পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে পার্থক্য তুলে ধরার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ট্রাম্পের নির্বাহী আদেশগুলো এবং সেগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ইতোমধ্যেই সারা বিশ্বে আলোচনার ঝড় চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবকে নিয়ে বাবুলের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
রোববার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব।
এদিন আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে শহরের মন্ডলপাড়া, বাবুরাইল, বেপারীপাড়া, দেওভোগ, আখড়া, জিউস পুকুর, নন্দীপাড়া, বোয়ালিয়া খালসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।
এসময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে আবু জাফর আহাম্মেদ বাবুল বাবুরাইলে একটি ক্রীড়া সংগঠনের ক্লাব উদ্বোধন করেন।
এরপর নাসিকের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহর বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লিফলেট বিতরণকালে হাবিবুর রহমান হাবিব বলেন, বাবুল ভাই আমার অত্যন্ত প্রিয়।
আমি আশা করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিবেন। জনগণ যাকে চাইবে যার ভেতরে দোষ ত্রুটি নেই এমন লোককে মনোনয়ন দেয়া হবে।
এবারের নির্বাচনে আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণকে নিয়ে যিনি পাশ করতে পারবে তাকে মনোনয়ন দেয়া হবে।
বাবুল ভাই আপনাদের নিয়ে কাজ করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিতেও আছেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।