বৃষ্টিতে শ্রীলঙ্কার স্বস্তি গল টেস্ট
Published: 31st, January 2025 GMT
গল টেস্টে অস্ট্রেলিয়ার ৬৫৪ রানের জবাবে ৩ উইকেটে ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) তৃতীয় দিনে অজিদের ইচ্ছে ছিল দ্রুত স্বাগতিক লঙ্কানদের অলআউট করার। সেই লক্ষ্যে নেমে প্রথম সেশনেই আরও ২ উইকেট তুলে নেয় সফরকারীরা, ফলে ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। এরপর দিনেশ চান্দিমাল প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে কুশল মেন্ডিস সহ দলকে ১৩৬ রানে টেনে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান যখন লড়াইয়ের মাধ্যমে টেস্টকে উপভোগ্য করে তুলছিলেন, তখন বাধ সাধে বৃষ্টি।
মধ্যাহ্নবিরতির আগে শুরু হওয়া বৃষ্টি চলল অবিরত, পরে থামলেও আম্পায়াররা জানিয়ে দেন যে আর খেলা সম্ভব নয়। ফলে তৃতীয় দিনে আর শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। ফলোঅন এড়াতে হলে প্রথম ইনিংসে স্বাগতিকদের করতে হবে ৪৫৫ রান।
অন্যদিকে বৃষ্টি শ্রীলঙ্কার জন্য কিছুটা স্বস্তি হয়েও এসেছে বটে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে এত লম্বা সময় তাদের টিকে থাকা কঠিন ছিল। তৃতীয় দিনেই শ্রীলঙ্কা অলআউট হলে নিশ্চিতভাবেই তাদের আবারও ব্যাটিংয়ে পাঠাত অজি কাপ্তান স্টিভেন স্মিথ। যা লঙ্কানদের নিশ্চিত হারের দিকে নিয়ে যেত। তবে ৫ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে খেলা গড়ানোর ফলে স্বাগতিকদের ড্র করার সম্ভাবনা বেড়েছে।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়লেন মার্শ
তবু আফসোস নেই শরিফুলের
আজ দিনের খেলা শুরু করেন চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। আগের দিন ১৩ রান করে অপরাজিত থাকা মেন্ডিস আজ ১৫ রান করে মিচেল স্টার্কের বল অ্যালেক্স ক্যারির ক্যাচে পরিণত হন। পরবর্তীতে ধনাঞ্জয়া ডি সিলভাও উইকেটে কিছুটা সময় কাটালেও ২২ রান করে ম্যাথিউ কুনেম্যানের বলে স্টাম্পড হন। বৃষ্টি শুরু হওয়ার আগে চান্দিমালের সঙ্গে উইকেটে অপরাজিত ছিলেন ১০ রান করা কুশল মেন্ডিস।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব গত ক র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা