গল টেস্টে অস্ট্রেলিয়ার ৬৫৪ রানের জবাবে ৩ উইকেটে ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) তৃতীয় দিনে অজিদের ইচ্ছে ছিল দ্রুত স্বাগতিক লঙ্কানদের অলআউট করার। সেই লক্ষ্যে নেমে প্রথম সেশনেই আরও ২ উইকেট তুলে নেয় সফরকারীরা, ফলে ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। এরপর দিনেশ চান্দিমাল প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে কুশল মেন্ডিস সহ দলকে ১৩৬ রানে টেনে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান যখন লড়াইয়ের মাধ্যমে টেস্টকে উপভোগ্য করে তুলছিলেন, তখন বাধ সাধে বৃষ্টি।

মধ্যাহ্নবিরতির আগে শুরু হওয়া বৃষ্টি চলল অবিরত, পরে থামলেও আম্পায়াররা জানিয়ে দেন যে আর খেলা সম্ভব নয়। ফলে তৃতীয় দিনে আর শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। ফলোঅন এড়াতে হলে প্রথম ইনিংসে স্বাগতিকদের করতে হবে ৪৫৫ রান।

অন্যদিকে বৃষ্টি শ্রীলঙ্কার জন্য কিছুটা স্বস্তি হয়েও এসেছে বটে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে এত লম্বা সময় তাদের টিকে থাকা কঠিন ছিল। তৃতীয় দিনেই শ্রীলঙ্কা অলআউট হলে নিশ্চিতভাবেই তাদের আবারও ব্যাটিংয়ে পাঠাত অজি কাপ্তান স্টিভেন স্মিথ। যা লঙ্কানদের নিশ্চিত হারের দিকে নিয়ে যেত। তবে ৫ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে খেলা গড়ানোর ফলে স্বাগতিকদের ড্র করার সম্ভাবনা বেড়েছে।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়লেন মার্শ

তবু আফসোস নেই শরিফুলের

আজ দিনের খেলা শুরু করেন চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। আগের দিন ১৩ রান করে অপরাজিত থাকা মেন্ডিস আজ ১৫ রান করে মিচেল স্টার্কের বল অ্যালেক্স ক্যারির ক্যাচে পরিণত হন। পরবর্তীতে ধনাঞ্জয়া ডি সিলভাও উইকেটে কিছুটা সময় কাটালেও ২২ রান করে ম্যাথিউ কুনেম্যানের বলে স্টাম্পড হন। বৃষ্টি শুরু হওয়ার আগে চান্দিমালের সঙ্গে উইকেটে অপরাজিত ছিলেন ১০ রান করা কুশল মেন্ডিস।
 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব গত ক র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতল পাকিস্তান

ফয়সালাবাদে ফয়সালার আগে চরম নাটকীয়তা! ম্যাচটা দেখে থাকলে এমন মনে হওয়াই স্বাভাবিক।

পাকিস্তানের ড্রেসিংরুমে তখন মুখ গোমড়া করে ছিলেন বাবর আজম, সালমান আলী আগার মাথায় হাত। মুহূর্তের মধ্যেই কী হতে যেন কী হয়ে যাচ্ছিল।

৬ উইকেট হাতে নিয়ে এক সময় ২৭ বলে মাত্র ২৩ রান দরকার ছিল পাকিস্তানের। ক্রিজে দুই থিতু ব্যাটসম্যান সালমান ও হুসেইন তালাত।

এরপর লুঙ্গি এনগিডি এই জুটি ভাঙতেই স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামল। হাসান নেওয়াজ ও সালমানকে ফেরানোর পর জয়ের সম্ভাবনা জাগাল দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ নেওয়াজকে আউট করার পর প্রোটিয়ারা ম্যাচটা আরও জমিয়ে তুলল।

তবে শেষ পর্যন্ত পারল না। ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তজার্তিক ক্রিকেট ফেরার দিনে সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতল পাকিস্তান। ড্রেসিংরুমের সবাই ফেললেন স্বস্তির নিশ্বাস। শহরটির ক্রিকেটপ্রেমীরা হাসিমুখেই বাড়ির পথে যাত্রা করলেন।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান লক্ষ্যে পৌঁছাল ২ উইকেট আর ২ বল হাতে রেখে। এ জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ তে এগিয়ে গেল স্বাগতিকেরা।

এ ম্যাচ দিয়েই পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শাহিন আফ্রিদির। দলকে জিতিয়েই তিনি মাঠ ছাড়লেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৪৯.১ ওভারে ২৬৩ অলআউট (ডি কক ৬৩, প্রিটোরিয়াস ৫৭, ম্যাথু ব্রিটজকে ৪২, বশ ৪১; নাসিম ৩/৪০, আবরার ৩/৫৩, আইয়ুব ২/৩৯)।

পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৬৪/৮ (সালমান ৬২, রিজওয়ান ৫৫, ফখর ৪৫, আইয়ুব ৩৯; বশ ২/৩২, এনগিডি ২/৪৬, ফেরেইরা ২/৫৩)।

ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সালমান আলী আগা।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ তে এগিয়ে।

সম্পর্কিত নিবন্ধ

  • সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতল পাকিস্তান