গল টেস্টে অস্ট্রেলিয়ার ৬৫৪ রানের জবাবে ৩ উইকেটে ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) তৃতীয় দিনে অজিদের ইচ্ছে ছিল দ্রুত স্বাগতিক লঙ্কানদের অলআউট করার। সেই লক্ষ্যে নেমে প্রথম সেশনেই আরও ২ উইকেট তুলে নেয় সফরকারীরা, ফলে ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। এরপর দিনেশ চান্দিমাল প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে কুশল মেন্ডিস সহ দলকে ১৩৬ রানে টেনে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান যখন লড়াইয়ের মাধ্যমে টেস্টকে উপভোগ্য করে তুলছিলেন, তখন বাধ সাধে বৃষ্টি।

মধ্যাহ্নবিরতির আগে শুরু হওয়া বৃষ্টি চলল অবিরত, পরে থামলেও আম্পায়াররা জানিয়ে দেন যে আর খেলা সম্ভব নয়। ফলে তৃতীয় দিনে আর শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। ফলোঅন এড়াতে হলে প্রথম ইনিংসে স্বাগতিকদের করতে হবে ৪৫৫ রান।

অন্যদিকে বৃষ্টি শ্রীলঙ্কার জন্য কিছুটা স্বস্তি হয়েও এসেছে বটে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে এত লম্বা সময় তাদের টিকে থাকা কঠিন ছিল। তৃতীয় দিনেই শ্রীলঙ্কা অলআউট হলে নিশ্চিতভাবেই তাদের আবারও ব্যাটিংয়ে পাঠাত অজি কাপ্তান স্টিভেন স্মিথ। যা লঙ্কানদের নিশ্চিত হারের দিকে নিয়ে যেত। তবে ৫ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে খেলা গড়ানোর ফলে স্বাগতিকদের ড্র করার সম্ভাবনা বেড়েছে।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়লেন মার্শ

তবু আফসোস নেই শরিফুলের

আজ দিনের খেলা শুরু করেন চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। আগের দিন ১৩ রান করে অপরাজিত থাকা মেন্ডিস আজ ১৫ রান করে মিচেল স্টার্কের বল অ্যালেক্স ক্যারির ক্যাচে পরিণত হন। পরবর্তীতে ধনাঞ্জয়া ডি সিলভাও উইকেটে কিছুটা সময় কাটালেও ২২ রান করে ম্যাথিউ কুনেম্যানের বলে স্টাম্পড হন। বৃষ্টি শুরু হওয়ার আগে চান্দিমালের সঙ্গে উইকেটে অপরাজিত ছিলেন ১০ রান করা কুশল মেন্ডিস।
 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব গত ক র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের

চট্ট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই সফরকারীদের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। ৬০ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার টাইগার এই স্পিনার।

জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে ইতিবাচক শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করেন তারা। বিজয় ৩৮ এবং সাদমান ৬৬ রানে ব্যাট করছেন। ২৬ ওভারে বাংলাদেশ করে বিনা উইকেটে ১০৫ রান। এরপরই মধ্যাহ্নভোজে যায় দুই দল। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তুলতে পারল বাংলাদেশ। শুধু তাই নয় ৩২ ইনিংস পর বাংলাদেশ পেয়েছে ওপেনিং জুটিতে শতরানের জুটি। 

সাদমানের ফিফটি

সিলেট টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদমান। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ২৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। সাদমান ৫০ রানে এবং বিজয় ৩৬ রানে ব্যাট করছেন।

সাদমান-বিজয়ের জুটির ফিফটি

সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ইতিবাচক সূচনা পেয়েছে বাংলাদেশ।  ১৩.৪ ওভারে  বিনা উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা।  ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো শুরুর জুটি পেল তারা।  ভারতের বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে শেষবার ৬২ রানের জুটি গড়েছিলেন সাদমান ও জাকির হাসান।

প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন। 

দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরায় তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে প্রথম দিন বাংলাদেশের
 

সম্পর্কিত নিবন্ধ

  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের
  • সাদমানের ফিফটি
  • সাদমান-বিজয়ের জুটির ফিফটি
  • প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে