দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় উৎসব সাগরদাঁড়ীর মধুমেলা।
আমাদের সংস্কৃতির ঐতিহ্য হলো মেলা। বাংলাসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মোৎসবকে ঘিরে এ মেলার আয়োজন হয়। এ বছর মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি থেকে শুরু হয় সপ্তাহব্যাপী এ মেলা।
জানা যায়, ১৯১৯ সালে মধুসূদন দত্তের জীবনীগ্রন্থের লেখক নগেন্দ্রনাথ সোম তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে সাগরদাঁড়ী এসে মধুসূদনের জন্মোৎসব উদযাপন করেন। তিনি তাঁর গ্রন্থ ‘মধু-স্মৃতি’র ভূমিকায় লিখেছেন, ‘মধুসূদনের জন্মতিথির উৎসব উপলক্ষে আমি বাঙ্গালা ১৩২৬ সনের ১২ মাঘ (১৯১৯ খ্রিষ্টাব্দ) তাঁহার জন্মভূমি সাগরদাঁড়ী গ্রামে অবস্থিতি করিয়াছিলাম।’ তখন থেকেই সাগরদাঁড়ীতে শুরু হয়েছিল মধুসূদন স্মরণানুষ্ঠানের।
শুরু থেকে এই জন্মবার্ষিকী অনুষ্ঠানের জন্য সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে গঠিত হতো ‘মধুসূদন জন্মবার্ষিকী উদযাপন কমিটি’। তারাই এ অনুষ্ঠানের আয়োজন করত। তখন বলা হতো ‘মধুসূদন জন্মবার্ষিকী অনুষ্ঠান’ বা ‘মধুজয়ন্তী’। ১৯৭৩ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ীতে দুই বাংলার খ্যাতিমান কবি-সাহিত্যিকের মিলনমেলায় তৎকালীন তথ্য ও বেতারমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন উপস্থিত পল্লিকবি জসীম উদ্দীন তাঁর বক্তৃতায় উল্লেখ করেছিলেন, ‘মধুসূদন স্মরণোৎসব’। এর আগে থেকে এলাকার সাধারণ মানুষের কাছে তা পরিচিতি পায় ‘মাইকেল উৎসব’ নামে। ১৯৮১ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক) মধুসূদন স্মরণোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু করে। তারাই এটিকে ‘মধুমেলা’ নামকরণ করে।
১৯৯৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস মধুমেলার উদ্বোধন করেন। ওই বছর থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ মেলার পৃষ্ঠপোষকতা শুরু করে। ২০০১ সাল থেকে এর আয়োজন করা হয় ‘যশোর জেলা প্রশাসন’ থেকে।
এ বছর সাত দিনব্যাপী ‘মধুমেলা’য় ছিল মহাকবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠান, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক পরিবেশনা। মেলাঙ্গনে ছিল যাত্রা, সার্কাস, পুতুল নাচ, জাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন। ১৯৯৪ সাল থেকে মেলাঙ্গনের এক অংশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে থাকে কৃষিমেলা। এলাকার কৃষকরা সারাবছর তাদের উৎপাদিত সেরা পণ্য নিয়ে মধুমেলার অপেক্ষায় থাকেন। এ ছাড়া কুটিরশিল্পসহ গ্রামীণ পণ্যের পসরা বসে মধুমেলায়।
সাতক্ষীরা থেকে মা-বাবার সঙ্গে মধুমেলা দেখতে আসা শিক্ষার্থী তাহসিনা ফারিয়া জানায়, ‘এবারই প্রথম মধুমেলায় এসেছি। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বইয়ে পড়েছি। এখানে এসে মধুসূদনের বসতভিটা, মধুপল্লি, কপোতাক্ষ নদসহ মেলা প্রাঙ্গণ ঘুরে অনেক মজা পেয়েছি।’
কেশবপুর উপজেলার কলাগাছি গ্রামের ইসরাফিল হোসেন বলেন, ‘এবারের মধুমেলায় ব্যতিক্রম ছিল কৃষিমেলা। সেখানে থাকা বিভিন্ন কৃষিপণ্য দেখে ভালো লেগেছে। বলা যেতে পারে, মেলার ভেতর আরেক মেলা।’
মা-বাবার সঙ্গে যশোর থেকে মধুমেলা দেখতে আসা শিক্ষার্থী আবির বিন হেলাল জানায়, ‘মেলায় এবারই প্রথম এসেছি। কৃষিমেলায় এসে ২৫ কেজি ওজনের মিষ্টিকুমড়া ও ছয় ফুট উচ্চতার ৩৭ কেজি ওজনের মানকচু দেখে ভালো লেগেছে। এ ছাড়া অন্যান্য কৃষিপণ্যও পছন্দ হয়েছে।’
সাগরদাঁড়ী মধুসূদন একাডেমির পরিচালক মধুসূদন গবেষক ও কবি খসরু পারভেজ বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব মধুমেলা। কালে কালে মধুসূদন স্মরণোৎসব বাংলাদেশের একটি বড় লোকমেলায় রূপান্তরিত হয়েছে। যশোরবাসীর কাছে, কেশবপুরবাসীর কাছে, সাগরদাঁড়ীবাসীর কাছে অনেক বেশি উচ্ছ্বাস ও আনন্দের মেলা। এ মেলার মধ্য দিয়ে যেমন আমাদের সংস্কৃতির বিকাশের সুযোগ ঘটে, তেমনি আলোচনা অনুষ্ঠান থেকে মধুসূদনের জীবন ও সাহিত্য সম্পর্কে জানা-বোঝার সুযোগ ঘটে।’
সাগরদাঁড়ীর পোস্টমাস্টার মুফতি তাহেরুজ্জামান তাছু বলেন, ‘মধুমেলা উপভোগ করার জন্য শুরুতেই সাগরদাঁড়ী এলাকাসহ চারপাশের গ্রামে আত্মীয়স্বজন আসতে শুরু করে। অনেকেই মেয়ে-জামাই, বন্ধু-বান্ধবসহ আত্মীয়দের দাওয়াত দেন। আত্মীয়দের রসপিঠা খাওয়ানোর জন্য মেলার এক মাস আগে থেকে চালের গুঁড়া তৈরির কাজ শুরু হয়ে যায়। মেলার সময় প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করে। মধুমেলায় কয়েক লাখ দর্শনার্থী ও মধুপ্রেমীর সমাগম ঘটে।’
মধুপল্লির কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, ‘মধুমেলা উপলক্ষে মধুপল্লি সুন্দরভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীরা মধুপল্লিতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতিবিজড়িত আসবাব ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পারছেন।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শবপ র র জন ম ন র জন র জন য স গরদ
এছাড়াও পড়ুন:
সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কোয়ারের কাছে একটি হেয়ার সেলুনে এই ঘটনা ঘটে।
বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী হামলার পরপরই একটি স্কুটারে করে পালিয়ে যান। হামলাকারীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হত্যার ঘটনাটির তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকার লোকজনকে দৌড়াতে দেখেন।
রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের জন্য সুপরিচিত উপসালা শহরে ওয়ালপার্গিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই ঘটনা ঘটে। এই উৎসবে সাধারণত শহরের রাস্তায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।
পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন টিভি৪ কে বলেন, বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। অনুসন্ধান কাজে পুলিশের একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।
ঢাকা/ফিরোজ