আন্তর্জাতিক ক্রিকেটে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহারের নিয়ম নেই, তবে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টিতে এমনই এক বিতর্কিত ঘটনা ঘটেছে। পুনেতে অনুষ্ঠিত ম্যাচে শিবম দুবে কনকাশন সাব হিসেবে বদলি হওয়ার পর বোলিংয়ে নামানো হয় হর্ষিত রানাকে, যা নিয়মবহির্ভূত বলে মনে করছে ইংল্যান্ড।  

ম্যাচের প্রথম ইনিংসে ৩৪ বলে ৫৩ রান করেন দুবে। পরে কনকাশনের অজুহাতে তাকে সরিয়ে জায়গা দেওয়া হয় পেসার হর্ষিত রানাকে, যিনি বল হাতে ৪ ওভারে ৩ উইকেট শিকার করেন। দুবের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ভূমিকার একজন ক্রিকেটার মাঠে নামানোয় অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড দল।

আইসিসির কনকাশন বদলির নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের জায়গায় কেবল একই ভূমিকার অন্য একজনকে নামানো যায়। অর্থাৎ, ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, বোলারের বদলে বোলারই নামাতে হয়। কিন্তু ভারত ব্যাটিং অলরাউন্ডার দুবের বদলে একজন ফাস্ট বোলার নামিয়ে নিয়ম ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ইংল্যান্ড।  

ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক জস বাটলার পরোক্ষভাবে ভারতের কৌশল নিয়ে কটাক্ষ করেন, ‘হয়তো দুবে হঠাৎ ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে বল করা শুরু করেছে, নয়তো হর্ষিত রানার ব্যাটিং অনেক উন্নতি করেছে!’  

বাটলার সরাসরি ম্যাচের ফলাফলের জন্য কনকাশন বদলিকে দায়ী না করলেও স্পষ্ট করেছেন, বিষয়টি নিয়ে ইংল্যান্ড ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চাইবে। তিনি বলেন, ‘আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। যদিও এটি খেলার অংশ, আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল, তবে আমরা এভাবে বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত মানতে পারছি না।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।

বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।

সম্পর্কিত নিবন্ধ

  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির
  • কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
  • প্রশিক্ষকদের দায়িত্বে উদাসীনতাসহ যেসব অসংগতি উঠে এল প্রাথমিক তদন্তে
  • চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১
  • চলন্ত গাড়ির নিচে পড়েও অক্ষত অবস্থায় ফিরল ৩ বছরের শিশুটি
  • মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
  • যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন