রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক স্কুলছাত্রীর গলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার পর বস্তাবন্দী করে লাশ গুমের উদ্দেশে হাতিরঝিলে ফেলা হয়। এই ঘটনায় রবিন ও রাব্বি মৃধা নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিন পেশায় গাড়িচালক এবং রাব্বি নির্দিষ্ট পেশা নেই।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। 

তিনি বলেন, নিহত কিশোরী গত ১৬ জানুয়ারি কেনাকাটা করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরই পরিপ্রেক্ষিতে ২৭ তারিখে একটি মামলা করেন নিহতের বাবা। নিহত দক্ষিণখানের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।

মামলার তদন্তে নেমে কিশোরীর মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। দুইজনকে গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। দুই দিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। এরপর রবিন ও রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতদের বরাত ডিসি জানান, দুই যুবক পুলিশের কাছে স্বীকার করেন, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে অনলাইনে পরিচয়ের সূত্র ধরে মহাখালীর একটি ফ্ল্যাটে ডেকে আনা হয়। তারপর তারা পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এতে তার মৃত্যু হলে মরদেহ হাতিরঝিলে ফেলে দেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রোববার ওই কিশোরীর মরদেহ হাতিরঝিল থেকে উদ্ধার করেছে পুলিশ।

ডিসি রওনক জাহান জানান, মেয়েটিকে হত্যার দায় স্বীকার করে আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন রবিন ও রাব্বি মৃধা। সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে দুর্ঘটনাটি ঘটে। আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

মারা যাওয়া কি‌শোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপ‌জেলার দদ‌শি ইউ‌নিয়‌নের বড়‌দোয়াল গ্রা‌মের রহমত আলী শে‌খের ছে‌লে। আহত রওনক সরকার‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিসের স‌ব-‌স্টেশন কর্মকর্তা মো. হা‌ফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মি‌নি‌টের দি‌কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাৎক্ষ‌ণিক আহতদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই।”

স্থানীয়‌দের বরা‌তে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন জানান,‌ রিয়াদ ও রওনক সকা‌লে মোটরসাই‌কেল যো‌গে রাজবাড়ী বাজা‌রে যা‌চ্ছি‌লেন। ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাদের উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখানকার চি‌কিৎসক রিয়াদ‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

তিনি ব‌লেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত