নিষিদ্ধ প্রেম, অসম বিয়ে: উর্মিলার ক্যারিয়ারে অমাবস্যা
Published: 5th, February 2025 GMT
মীনাক্ষী, অনু আগরওয়াল থেকে মমতা কুলকার্নি— একসময় রুপালি পর্দায় রাজত্ব করেছেন। খ্যাতি কুড়ানোর পরও বলিউডের এমন অনেক অভিনেত্রীর ক্যারিয়ার থমকে গেছে। এ তালিকায় আরো একজন রয়েছেন, যার নাম উর্মিলা মাতন্ডকর। শরীরি সৌন্দর্য ও নাচের হিল্লোলে অসংখ্য ভক্তের হৃদয় জয় করেন এই তারকা। নব্বই দশকের শীর্ষ নায়িকাদের অন্যতম হয়ে উঠেন উর্মিলা। নিজ গুণে অভিনেতাদের তুলনায়ও বেশি পারিশ্রমিক নিতেন তিনি।
২০১৪ সালে মুক্তি পায় উর্মিলা অভিনীত সর্বশেষ সিনেমা। চার বছর পর অর্থাৎ ২০১৮ সালে ‘ব্ল্যাকমেইল’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় তাকে। বলা যায়, ২০১৪ সালের পর খুব নীরবে ঝলমলে দুনিয়া থেকে হারিয়ে গেছেন এই অভিনেত্রী। তার হারিয়ে যাওয়ার পেছনের গল্প নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
উর্মিলা-রাম গোপালের পরকীয়া
১৯৯৫ সালে আমির খানের সঙ্গে ‘রঙ্গিলা’ সিনেমায় অভিনয় করেন উর্মিলা মাতন্ডকর। শুটিং সেটে সিনেমাটির পরিচালক রাম গোপাল ভার্মার প্রেমে পড়েন এই অভিনেত্রী। এরপর এই পরিচালকের ‘দাউদ’, ‘সত্য’, ‘কৌন’, ‘মাস্ত’, ‘জঙ্গল’, ‘ভূত’, ‘এক হাসিনা থি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন উর্মিলা। সেই সময়ে পরকীয়া প্রেমের কারণে নিয়মিত খবরের শিরোনামও হয়েছেন উর্মিলা-রাম গোপাল।
‘নিষিদ্ধ প্রেম’ ধ্বংস করে উর্মিলার ক্যারিয়ার
পরিচালক রাম গোপাল ভার্মাকে পাগলের মতো ভালোবাসতেন উর্মিলা। যার কারণে অন্য কোনো পরিচালকের সিনেমায়ও অভিনয় করতেন না তিনি। এটি এই অভিনেত্রীর ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল ছিল। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ভাষ্য, রাম গোপালের সঙ্গে ‘নিষিদ্ধ প্রেমের’ সম্পর্কে জড়িয়ে ক্যারিয়ার ধ্বংস করেছেন এই অভিনেত্রী।
উর্মিলার সঙ্গে পরকীয়া সম্পর্কের খবরটি রাম গোপালের স্ত্রী রত্নার কানেও পৌঁছেছিল। এ নিয়ে দাম্পত্য জীবনে বড় জটিলতা তৈরি হয়েছিল। জানা যায়, এজন্য উর্মিলাকে থাপ্পড় মেরেছিলেন রত্না। এরপর রাম গোপাল ভার্মা রত্নার সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানেন এবং উর্মিলাকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধ করে দেন। এই ঘটনাই উর্মিলার অভিনয় ক্যারিয়ার ধ্বংস করে দেয় এবং চলচ্চিত্র ছেড়ে দেন তিনি।
উর্মিলার অসম বিয়ে
২০১৪ সালে ঋদ্ধি মালহোত্রার বিয়েতে মডেল-অভিনেতা মোহসীন আখতারের সঙ্গে পরিচয় হয় উর্মিলার। পরিচয় রূপ নেয় বন্ধুত্বে; খুব অল্প সময়ের মধ্যে এ সম্পর্ক প্রেমে গড়ায়। কাশ্মীরের এই যুবক বলিউডে ভাগ্য পরীক্ষার জন্য মুম্বাই পাড়ি দেন। ২০০৯ সালে ‘ইটস আ ম্যান’স ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। এরপর ‘লাক বাই চান্স’, ‘মুম্বাই মাস্ট কালান্দার’, ‘বি.
ভাঙছে উর্মিলার সংসার
ভালোবেসে ঘর বাঁধলেও সুখকর হয়নি উর্মিলা-মোহসীনের সংসার। গত বছরের মাঝামাঝি সময়ে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন উর্মিলা। এখন আলাদা থাকছেন তারা। কী কারণে সংসার ভাঙছে তা জানা যায়নি। উর্মিলা-মোহসীনও বিচ্ছেদের বিষয়ে টুঁ শব্দটিও করেননি। তবে এ জুটির সংসার ভাঙার পেছনের কারণ ব্যাখ্যা করেছে সিয়াসাত ডটকম।
এ প্রতিবেদনে জানানো হয়, উর্মিলা-মোহসীনের সংসার ভাঙার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম— অসম বয়স। মোহসীনের চেয়ে ১০ বছরের বড় উর্মিলা। তা ছাড়া একটু বেশি বয়সে বিয়ে করেন এই অভিনেত্রী। অর্থাৎ ৪০ বছর বয়সে বিয়ে করেন তিনি। সাধারণত, বয়সের এত ব্যবধান সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করে। এটি কেবল উর্মিলার ক্ষেত্রে নয়, এমন অনেক ঘটনাই রয়েছে। এতে করে নারীর সন্তান ধারণে সমস্যাও হয়। আর এসব নিয়ে ছেলে পক্ষের পরিবার থেকেও একটা চাপ তৈরি হয় (যদিও এ বিষয়টি উর্মিলার ক্ষেত্রে নাও ঘটতে পারে)।
উর্মিলা-মোহসীনের সংসার ভাঙার পেছনে অন্য আরেকটি কারণ আলোচনায় উঠে এসেছে। তা হলো— টাকা নিয়ে এ দম্পতির মাঝে ঝগড়া হয়েছে। মোহসীন ও তার পরিবার উর্মিলাকে তার সম্পত্তি বিক্রি করতে বাধ্য করেছে। মূলত, মোহসীনের ব্যবসার জন্য অর্থের প্রয়োজন ছিল, সেখান থেকে এটা করা হয়। এ কারণ বিবাহবিচ্ছেদ সমঝোতার মাধ্যমে হচ্ছে না।
তথ্যসূত্র: বলিউড লাইফ, বলিউড শাদি
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কথাই বলেছেন, ভারতের অর্থনীতি মৃত।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রাহুল এই মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও একই কথা লেখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ভারতের অর্থনীতিকে মেরে ফেলেছেন।
গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প লেখেন, ‘ভারত ও রাশিয়া—দুই দেশের অর্থনীতিই মৃত। দুই দেশের মধ্যে কী বোঝাপড়া হয়েছে, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। তারা একই সঙ্গে মৃত অর্থনীতি নিয়ে রসাতলে যেতে পারে। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য খুবই কম। ওদের শুল্কহার প্রচণ্ড চড়া। পৃথিবীর সর্বোচ্চ। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য হয় না বললেই চলে। অতএব, ও নিয়ে না ভাবলেও চলবে।’
আজ সংসদ ভবন চত্বরে গণমাধ্যম রাহুলকে ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ভারতের অর্থনীতি যে মৃত, তা সবাই জানেন। আপনারা জানেন না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়া এই সত্য সবার জানা। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কথাটা বলেছেন। গোটা পৃথিবী জানে ভারতের অর্থনীতি মৃত। আদানিকে সাহায্য করতে গিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে বিজেপি।’
এরপর রাহুল একই কথা ‘এক্স’ মারফতও জানান। সেখানে তিনি লেখেন, ‘ভারতের অর্থনীতি মৃত। মোদি মেরে ফেলেছেন।’ এরপর পাঁচটি কারণ দেখিয়ে রাহুল ব্যাখ্যা করেন, কেন ও কী কারণে ভারতের অর্থনীতির পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে—১. আদানি-মোদি অংশীদারত্ব; ২. নোট বাতিল ও ত্রুটিযুক্ত জিএসটি; ৩. ভারতে যন্ত্রাংশ জোড়া লাগানো বা ‘অ্যাসেম্বল ইন ইন্ডিয়া’ নীতি; ৪. মধ্যম ও ক্ষুদ্র শিল্প ধ্বংস করে দেওয়া এবং ৫. কৃষকদের নাভিশ্বাস তুলে দেওয়া।
এই পাঁচ কারণ দেখানোর পর রাহুল লেখেন, ‘দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ মোদি তছনছ করে দিয়েছেন। কারণ, কোথাও কোনো চাকরি নেই।’
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কনীতি নিয়ে রাহুল বলেন, ‘দেখে নেবেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হবে। ট্রাম্পই সেই চুক্তির সংজ্ঞা ঠিক করবেন, মোদি স্রেফ তাঁর নির্দেশ মেনে নেবেন।’
রাহুল আরও বলেন, ‘মোদি স্রেফ এক ব্যক্তি বিশেষের জন্য কাজ করেন। শিল্পপতি গৌতম আদানি। দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা ও পররাষ্ট্রনীতি তিনি ধ্বংস করে দিয়েছেন।’