শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন। এবারের জাতীয় সম্মেলনের স্লোগান, ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে।’ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনের সম্মেলনের উদ্বোধন করেছেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী। শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন লীনা চক্রবর্তী। সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় সারা দেশ থেকে আসা উদীচীর হাজারো শিল্পী-কর্মীর শোভাযাত্রা। তাঁরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে আসেন।

এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। স্বাগত বক্তব্যে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, স্বৈরাচার সরকারের পতন ঘটেছে, ছাত্র–জনতাই বারবার বাংলায় মুক্তি এনেছে। কিন্তু প্রতিবারই অল্পতে এ দেশের মানুষের স্বপ্ন চুরি হয়ে যায়। এবারও তাই ঘটছে। যে আন্দোলনে সবাই একত্র হয়েছিল, সেই এক হওয়ার জায়গায় আঘাত হানা হয়েছে। দেশের ঐতিহ্য, ভাস্কর্য, সংগীতে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে যত বাধাই আসুক, উদীচীর কণ্ঠস্বর শোনা যাবে বলে উল্লেখ করেন অমিত রঞ্জন দে।  

লীনা চক্রবর্তী বলেন, ‘সবকিছুর দাম মেটাতে হয়। সত্যেন সেন উদীচী করতে গিয়ে সে দাম মিটিয়েছিলেন শত যন্ত্রণার মুখোমুখি হয়ে। অথচ কোনো দিন কাউকে অভিযোগ করেননি। তিনি সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলেন।’ এ সময় একবার জেলখানা থেকে বের হওয়ার পরপর সত্যেন সেনের সংবর্ধনা ও প্রেসক্লাবে সন্‌জীদা খাতুন আর ওয়াহিদুল হকের একসঙ্গে গান গাওয়ার স্মৃতিচারণা করেন লীনা চক্রবর্তী।

রাফিউর রাব্বি বলেন, ‘এত রক্তপাতের পরও আমরা জানি না কীভাবে সুফল আসবে।’ এ দেশের সাধারণ মানুষকে নিয়ে সব সময়ই শুধু রাজনীতি হয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। রফিউর রাব্বি তাঁর বক্তব্যে ক্ষমতায় টিকে থাকার জন্য চরিত্রগতভাবে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে মিল কোথায়, সেসব উদাহরণ দেন। আলোচনা পর্বের সমাপনী বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। তিনি বলেন, এখন সময়টা অন্য রকম। প্রতিবার উদীচীর সম্মেলনে এখানে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান হয়। এবার সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করতে বলা হয়েছে। তিনি বলেন, এ দেশের ইতিহাস শুধু গত ১৫ বছরের নয়। ১৯৭৫ সালের পর ২১ বছরে দুবার সামরিক সরকারের হাতে ক্ষমতা ছিল উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিহাস ৫৪ বছরের। এই আলোচনা পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

এরপর গীতি-নাট্যালেখ্য ‘প্রতারিত চিরকাল’ দিয়ে শুরু হয় প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শুরু হবে সম্মেলনের কাউন্সিল অধিবেশন। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সম্মেলনের সমাপনী দিনের কার্যক্রম। সেদিন পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের মধ্য দিয়ে শেষ হবে উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে সৃজনশীল মাধ্যমে সমাজের নানা অসংগতি, শোষণ-বঞ্চনা, অত্যাচার-নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে উদীচী। প্রতি দুই বছর পরপর জাতীয় সম্মেলন আয়োজন করে উদীচী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।

নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বাচ্চাটি যাবে না, ম্যাডাম’: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ
  • প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা
  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক