‘নগদ’ প্রশাসকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
Published: 12th, February 2025 GMT
শেল কোম্পানির আড়ালে গড়ে তোলা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘নগদ’ এর প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত।বুধবার বিকেলে বনানীর ১২ নম্বর রোডে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এদিন সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের কাছে নগদে ঘটে যাওয়া অনিয়ম-দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরেন তিনি। এতে ক্ষুব্ধ কোনো পক্ষ এ হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেল কোম্পানির আড়ালে ২০১৮ সালে অস্বচ্ছ প্রক্রিয়ায় যাত্রা শুরু করে নগদ। এটিকে ডাক বিভাগের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রচার করা হলেও পরে জানা যায় প্রতিষ্ঠানটির প্রকৃত মালিক আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি। প্রতিষ্ঠানটি অন্তত ৬৪৫ কোটি টাকার জাল ই-মানি তৈরি করে। এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও সাবেক এমডি তানভীর এ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই কেবল অনাপত্তির ভিত্তিতে নগদ পরিচালিত হচ্ছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর নগদের মালিকানা ও পরিচালনায় যুক্ত বেশির ভাগই পালিয়েছেন। গত ২১ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত সেপ্টেম্বরে অর্থনীতিবিদ ড.
বদিউজ্জামান দিদার সমকালকে বলেন, নগদে অনিয়মের বিষয়ে বুধবার দুদক কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়। এতে কোনো পক্ষ ক্ষুব্ধ হয়ে এ হামলা করতে পারে। তিনি জানান, বনানী ১২ নম্বর রোডে পৌঁছাতেই চার যুবক তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা করে। কিছুদিন আগেও কয়েকজন একইভাবে হামলা করেছে। নগদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বনানী থানাকে জানানো হবে।
নগদের বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে নাম রয়েছে– যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি ব্লু হেভেন ভেঞ্চারস, অসিরিস ক্যাপিটাল পার্টনারস, জেন ফিনটেক, ফিনক্লুশন ভেঞ্জারস এবং ট্রুপে টেকনোলজিস। এসব বাংলাদেশিদের শেল কোম্পানি (নামমাত্র কোম্পানি) বলে জানতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। মালিকানা বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে গত ১৯ আগস্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে চিঠি দেওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়