ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শেষ হলো তরুণ চিত্রশিল্পী দেবজ্যোতি বর্ষণের একক চিত্র প্রদর্শনী। গ্যালারি-১–এ ‘জার্নি থ্রু রিয়েলিটি’ শীর্ষক সপ্তাহব্যপী এ চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল তেলরং, জলরং, পেনসিল, অ্যাক্রিলিকসহ বিভিন্ন মাধ্যমে আঁকা ৩৭টি ছবি।

সমাজের দৃশ্যমান নানা বিষয়, মানুষের জীবনযাপনের গল্প নিয়ে কাজ করতে চান তরুণ শিক্ষার্থী এই চিত্রশিল্পী। মূলত শিল্পী মা-বাবার অনুপ্রেরণাতেই আঁকাআঁকির প্রতি ঝোঁক। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে।

প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে দেবজ্যোতি বলেন, ‘এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য হলো এর মাধ্যমে অন্যদের উৎসাহ দেওয়া। পরে যাঁরা এ কাজে আসতে চাইছেন, তাঁরা যাতে আমার কৌশলগুলো দেখে পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্পকলাকে একটি বিশেষ আঙ্গিকে নিয়ে যেতে পারেন। সে চিন্তা থেকেই এ প্রদর্শনীর আয়োজন করা।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার আ’লীগ নেতা মাওলাদ

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। আজ বিকালে ঢাকা থেকে নিয়ে আসার পরে উপজেলার চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।

সম্পর্কিত নিবন্ধ