ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শেষ হলো তরুণ চিত্রশিল্পী দেবজ্যোতি বর্ষণের একক চিত্র প্রদর্শনী। গ্যালারি-১–এ ‘জার্নি থ্রু রিয়েলিটি’ শীর্ষক সপ্তাহব্যপী এ চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল তেলরং, জলরং, পেনসিল, অ্যাক্রিলিকসহ বিভিন্ন মাধ্যমে আঁকা ৩৭টি ছবি।

সমাজের দৃশ্যমান নানা বিষয়, মানুষের জীবনযাপনের গল্প নিয়ে কাজ করতে চান তরুণ শিক্ষার্থী এই চিত্রশিল্পী। মূলত শিল্পী মা-বাবার অনুপ্রেরণাতেই আঁকাআঁকির প্রতি ঝোঁক। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে।

প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে দেবজ্যোতি বলেন, ‘এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য হলো এর মাধ্যমে অন্যদের উৎসাহ দেওয়া। পরে যাঁরা এ কাজে আসতে চাইছেন, তাঁরা যাতে আমার কৌশলগুলো দেখে পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্পকলাকে একটি বিশেষ আঙ্গিকে নিয়ে যেতে পারেন। সে চিন্তা থেকেই এ প্রদর্শনীর আয়োজন করা।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ 

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়। 

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ