খুলনা নগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা ২২ তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আল আমিন বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। তিনি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান ছিলেন। 

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেলে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে চারজন এসে তাঁর গতি রোধ করে। এর পর শরীরের পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। 

সোনাডাঙ্গা থানার ওসি আরও বলেন, হত্যার কারণ অনুসন্ধান এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা থানায় আসবেন। তখন মামলা হতে পারে। 


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ