মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী-শিশু সন্তান আহত
Published: 20th, February 2025 GMT
ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া এলাকার নিশিনাথতলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূ রোজিনা বেগম দোলা (৩০) নিহত হয়েছে। এ সময় দোলার কোলে থাকা শিশু সন্তান মাওয়া (২) ও মোটরসাইকেল চালক স্বামী খালিদ হোসেন (৪৫) আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোলা শহরের ঝাউতলা মহিলা অধিদফতরের কার্যালয়ে প্রশিক্ষণ নেন। পরে শিশু কন্যা মাওয়া ও স্ত্রীকে নিয়ে খালিদ হোসেন মোটরসাইকেল যোগে নড়াইল পৌরসভার বিজয়পুরে বাড়ি ফিরছিলেন। নড়াইল শহরের নিশিনাথতলা এলাকায় একটি ভ্যান পাশ কাটাতে গিয়ে বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পড়ে যায়। এ সময় দোলা মাথায় আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতলে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দোলাকে মৃত ঘোষণা করেন। খালিদ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন:
পালিয়ে যেতে পুলিশকে ১ কি.
সড়কে আলু ফেলে কৃষকের বিক্ষোভ
ঢাকা/শরিফুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের
টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।
বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।
আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগেসন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।