সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে কোনো দর্শনার্থী যে মন্ত্রণালয়ে প্রবেশের অনুমতি নেবেন, তিনি শুধু সেই মন্ত্রণালয়েই যেতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করতে হবে। প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীর অবস্থান ও বহির্গমন নিয়ন্ত্রণ করা হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা ২০২৫ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সর্বশেষ ২০১৪ সালে সচিবালয়ে প্রবেশ নীতিমালা করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডসহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রশাসনের প্রাণকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা করা হয়। সেই প্রেক্ষাপটে সচিবালয়ে প্রবেশে বেশ কড়াকড়ি করা হচ্ছে।

প্রবেশপদ্ধতির বিষয়ে নীতিমালায় বলা হয়, একজন কার্ডধারী কর্মকর্তা বা কর্মচারী সচিবালয়ে প্রবেশের আগে তাঁর শরীর আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে এবং তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করা হবে। এ ছাড়া প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা ভেপার ডিটেক্টর/ডগ স্কোয়াডের মাধ্যমে যানবাহন বা ব্যক্তিকে তল্লাশি করবেন।

কার্ডধারীরা কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে প্রবেশ করবেন। কিউআর কোডধারী কর্মকর্তা, কর্মচারী বা ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশ করার আগে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সচিবালয়ে প্রবেশ করবেন।

সচিবালয়ে কারা প্রবেশ করতে পারবেন

নীতিমালা অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী পাসধারী, সংসদ সদস্য, আগের অনুমতি নেওয়া কূটনীতিক, সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা–সেমিনারে আগত অংশগ্রহণকারী (সভার প্রমাণপত্র দেখাতে হবে) সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি জেনারেল পোস্ট অফিসের ডাক বহনকারী, সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশের জন্য ঠিকাদার, শ্রমিক, সংবাদপত্র সরবরাহকারী এবং আগে অনুমতি নেওয়া দর্শনার্থীরাও প্রবেশ করতে পারবেন। একজন দর্শনার্থী দিনে একবার প্রবেশ করতে পারবেন।

নীতিমালায় বলা হয়, একজন দর্শনার্থীর সচিবালয়ে প্রবেশের সময়সীমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নির্ধারণ করে দেবেন। তবে জরুরি প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সইয়ে ওই সময়ের আগে দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া যাবে।

কারা পাবেন স্থায়ী প্রবেশ পাস

সচিবালয়ের ভেতরে অবস্থিত মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তরগুলোর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা স্থায়ী পাস পাবেন। এ ছাড়া সচিবালয়ের বাইরে কর্মরত সরকারের উপসচিব থেকে তদূর্ধ্ব, অবসরপ্রাপ্ত সচিব স্থায়ী পাস পাবেন। মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তির সঙ্গে কর্মরত একান্ত সচিব ও সহকারী একান্ত সচিবও স্থায়ী পাস পাবেন। স্থায়ী প্রবেশ পাসের মেয়াদ হবে ২ থেকে সর্বোচ্চ ১০ বছর।

কারা পাবেন অস্থায়ী পাস

সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত কর্মকর্তা–কর্মচারীদের অস্থায়ী পাস দেওয়া হবে। এ ছাড়া মন্ত্রণালয় বা বিভাগের অধীনে অধিদপ্তর, দপ্তর ও সংস্থার মনোনীত সর্বোচ্চ চারজন কর্মকর্তা-কর্মচারীকে এই পাস দেওয়া হবে। স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান নির্বাহী ও মনোনীত দুজন কর্মকর্তা-কর্মচারী; বিভিন্ন সরকারি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি); মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত, খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মনোনীত একজন প্রতিনিধি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সুপারিশ সাপেক্ষে সচিবালয়ে দায়িত্ব পালনকারী সাংবাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা। অস্থায়ী প্রবেশ পাসের মেয়াদ হবে তিন মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত। তবে বেসরকারি ব্যক্তিদের জন্য সর্বোচ্চ এক বছর আর সরকারি কর্মচারীদের জন্য দুই বছর।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত কর ম সরক র

এছাড়াও পড়ুন:

সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ঘিরে উত্তেজনা এখন চূড়ান্তে। ২-১ ব্যবধানে সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকলেও পঞ্চম ও শেষ টেস্টটি একটি পরিণতির লড়াই হিসেবে সমাসন্ন। তবে ঠিক এই সময়েই বড় দুঃসংবাদ এসে আঘাত হেনেছে ইংলিশ ড্রেসিংরুমে। ইনজুরিতে পড়ে সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস।

বুধবার (৩০ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানায়, ওভালে মাঠে নামা হচ্ছে না স্টোকসের। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ব্যাটে-বলে সমান পারদর্শী স্টোকস ছিলেন দলের ভারসাম্য ধরে রাখার অন্যতম স্তম্ভ। তার অনুপস্থিতি তাই শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং একটি জয়ের প্রত্যয়ের বড় চ্যাপ্টারও হারানো।

এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওলি পোপ। যিনি প্রথমবারের মতো সিরিজ নির্ধারণী ম্যাচে নেতৃত্ব দেবেন জাতীয় দলের।

আরো পড়ুন:

শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন

স্টোকস ছাড়াও ওভাল টেস্টে দেখা যাবে না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসনকে। চোট ও ফিটনেস ইস্যুর কারণে তারা বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

অবশ্য একাদশে ফিরেছেন দুই পরিচিত মুখ জশ টাঙ ও জেমি ওভারটন। বিশেষ নজর কেড়েছেন গাস অ্যাটকিনসন। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিলেন মাঠের বাইরে। সারে কাউন্টির হয়ে ফের মাঠে ফিরে জায়গা পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের পেস বিভাগে তার উপস্থিতি বাড়াবে গতি ও ধার।

চলতি সিরিজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বেন স্টোকস। চার ম্যাচে তার ঝুলিতে ১৭ উইকেট। ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার ও ব্যাটে সেঞ্চুরি করে একাই ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন। লর্ডসেও দুই ইনিংস মিলিয়ে রান করেছেন ৭৭, নিয়েছেন আরও পাঁচ উইকেট।

তাই ইংলিশ শিবির শুধু একজন ব্যাটার বা একজন বোলার হারায়নি, তারা হারিয়েছে একজন পূর্ণাঙ্গ ম্যাচ উইনারকে। স্টোকসের মতো একজন অলরাউন্ডার যিনি প্রয়োজনের সময় ছায়ার মতো আক্রমণে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতে গড়েন ম্যাচের ভিত, তার অভাব যে দলকে নাড়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

শেষ ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাঙ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • নারীরা কেন পুরুষদের তুলনায় বেশিবার প্রস্রাব করেন?
  • গঙ্গাচড়ায় হিন্দুবাড়িতে হামলা ঠেকাতে ‘পর্যাপ্ত’ ব্যবস্থা নেওয়া হয়নি
  • নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর
  • দেশের চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার
  • ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে
  • ডেঙ্গুতে দুজনের, করোনাভাইরাসে একজনের মৃত্যু
  • জাওয়াইদেহ বেদুইনদের মৌখিক সাহিত্য
  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ