জুলাই আন্দোলন দমনে সম্পৃক্ত থাকায় শেকৃবির ১২ শিক্ষক বরখাস্ত
Published: 20th, February 2025 GMT
স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও আন্দোলন দমনে সম্পৃক্ত থাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আওয়ামীপন্থি ১২ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততা এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি অনুসন্ধান শুরু করে। অনুসন্ধনে অভিযোগের সত্যতা পাওয়া কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের বরখাস্তের সুপারিশ করা হয়। এ সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত হওয়া শিক্ষকদের তালিকায় রয়েছেন— অধ্যাপক ড.
এছাড়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তাদের কার্যক্রমের তথ্য যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রশাসনের সহায়তায় আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রতিবেদনের জন্য ১০০ জন শিক্ষক, ৩০ জন কর্মকর্তা এবং আন্দোলনে সম্পৃক্ত শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া ২০ জন শিক্ষক, ১৫ জন কর্মকর্তা ও ৩৫ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত তথ্য যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, “তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ১২ জন শিক্ষক, সাতজন কর্মকর্তা ও ১১ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিন্ডিকেট কমিটির তিন সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি চূড়ান্ত তদন্ত শেষে স্থায়ী সিদ্ধান্ত জানাবে।”
ঢাকা/মামুন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জন শ ক ষ বরখ স ত কম ট র তদন ত
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//